সোমবার, ২ আগস্ট, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

সংক্ষিপ্ত

দোকান খোলার দাবি

দোকান খুলে দেওয়াসহ চার দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে কুমিল্লা দোকান মালিক সমিতি। গতকাল দুপুরে নগরীর একটি মার্কেটে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন কুমিল্লা দোকান মালিক সমিতির সভাপতি সানাউল হক। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন। উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি আমিনুল ইসলাম, চকবাজার মার্কেট অ্যাসোসিয়েশনের সভাপতি আলী আশ্রাফ, স্টেশন রোড (উত্তর) ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামাল কাশেম ও মোস্তাফিজুর রহমান বিপু প্রমুখ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ৫ আগস্টের পর সব দোকানপাট খুলে দেওয়া, দেশের প্রত্যন্ত অঞ্চল তথা হাটবাজারে বুথ খুলে টিকা গ্রহণের ব্যবস্থা করা, দোকান খোলার পর মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি না মানলে প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরিমানার অনুমোদন এবং  করোনায়  ক্ষতিগ্রস্তদের মাঝে প্রণোদনা দেওয়ার দাবি জানানো হয়। এদিকে গ্যাস, বিদ্যুৎ বিল, দোকান ভাড়া সব দিতে হচ্ছে।  অথচ সরকার সবাইকে প্রণোদনা দিলেও আমাদের দেয়নি। এ অবস্থায় ঘুরে দাঁড়াতে হলে একটি নির্দিষ্ট সময়ের জন্য দোকানপাট খুলে দেওয়ার পাশাপাশি প্রণোদনার ব্যবস্থা করতে হবে। সহজ শর্তে ঋণ দিতে হবে। আমরা ক্ষুদ্র ব্যবসায়ীরা কখনো সরকারের টাকা মেরে খাইনি, খাবও না।’             -কুমিল্লা প্রতিনিধি

শ্রীপুরে বন্দুকযুদ্ধে যুবক নিহত

গাজীপুরের শ্রীপুরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে। গতকাল উপজেলার সাতচুঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পারভেজ আহমেদ (৩০) স্থানীয় কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর গ্রামের সিরাজ উদ্দিন কালুর ছেলে। এএসপি মুশফিকুর রহমান তুষার জানান, ঘটনার সময় র‌্যাবের একটি টহল টিম ঘটনাস্থলের আশপাশে গেলে র‌্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। পরে র‌্যাবও পাল্টা গুলি চালালে ওই যুবক আহত হয়। এ সময় তার অপর সঙ্গীরা পালিয়ে যায়। পরে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ১ হাজার পিস ইয়াবা, একটি তাজা বুলেট পাওয়া গেছে। তার লাশ শ্রীপুর থানা পুুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সে কমপক্ষে ২০টি মামলায় অভিযুক্ত। এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, শ্রীপুর থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে মাদক, চাঁদাবাজিসহ সাতটি মামলা ও একাধিক গ্রেফতারি পরোয়ানা আছে।          -শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

মহাসড়কে র‌্যাবের অভিযানে ১০ চাঁদাবাজ গ্রেফতার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা  থেকে ১০ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ১৪ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। গতকাল বিকাল ৪টায় র‌্যাব-১১ থেকে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে গত শনিবার সন্ধ্যা ৬টায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলো- মো. লিটন হাওলাদার, মো. আলতাফ হোসেন খোকন, মো. আরিফুল ইসলাম আরিফ, মো. এরশাদ, মো. ফয়সাল আহম্মেদ, মো. হযরত আলী, মো. আবুল হাসেম শেখ, মো. জহির, মো. নূর ইসলাম লিসন এবং মো. রতন।

র‌্যাব জানায়, একটি চাঁদাবাজ চক্র সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রামগামী চলাচলরত পরিবহনের চালক ও হেলপারদের হুমকি দিয়ে  জোরপূর্বক পরিবহন প্রতি দৈনিক ১০০ থেকে ২০০ টাকা করে চাঁদা আদায় করে আসছিল।

তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। -সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর