বুধবার, ৪ আগস্ট, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

সংক্ষিপ্ত

বঙ্গবন্ধুর বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন শেখ হাসিনা : শামীম

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না। তাঁর নেতৃত্বে দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে নিজেকে দৃঢ়তার সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সকালে নড়িয়া পৌরসভায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর থেকে অসহায়, কর্মহীন সনাতন ধর্মাবলম্বী পরিবার ও ভূমখাড়া ইউনিয়নে অসহায়দের মধ্যে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এনামুল হক শামীম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন বলেই বাংলাদেশ আজ বিশ্বের বুকে অনন্য মর্যাদার আসনে আসীন। এ দেশের জন্য তিনি যে

ত্যাগ স্বীকার করেছেন তা বিশ্বের ইতিহাসে বিরল। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবেই। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে সবাইকে সামনে এগিয়ে যেতে হবে।                -শরীয়তপুর প্রতিনিধি

 

ঘুমন্ত ভাই-বোনকে অ্যাসিডে ঝলসে দিল দুর্বৃত্তরা

পটুয়াখালীতে ঘুমন্ত অবস্থায় দুই ভাই-বোনকে অ্যাসিডে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতে সদর উপজেলার গ্যারাখালী গ্রামে এ ঘটনা ঘটে। আহত সুমাইয়া (১৬) ও তার ভাই মোহাম্মদ আলী (১২) গ্যারাখালী গ্রামের রাজা মিয়ার সন্তান। এলাকাবাসী তাদের উদ্ধার করে প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সদর থানার ওসি আখতার মোর্শেদ বলেন, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে রাজা মিয়ার বসতঘরে সিঁধ কেটে ঢুকে ঘুমন্ত অবস্থায় ভাই-বোনের ওপর দাহ্য পদার্থ নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় দুই শিশুর বাবা-মা বাড়িতে ছিলেন না। তাদের ওপর ছোড়া পদার্থ অ্যাসিড কিনা সেটা পরীক্ষা না করে বলা যাচ্ছে না। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মিরাজুল ইসলাম জানান, সুমাইয়ার শরীরের ৩৬ শতাংশ আর মোহাম্মদ আলীর ১৫ শতাংশ ঝলসে গেছে। এখানে বার্ন ইউনিট না থাকায় তাদের বরিশাল পাঠানো হয়েছে। -পটুয়াখালী প্রতিনিধি

 

চার জেলায় সড়কে পুলিশসহ চারজনের প্রাণহানি

কুমিল্লায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশের এএসআই নিহত হয়েছেন। এ ছাড়া লালমনিরহাট, নওগাঁ ও সাতক্ষীরায় সড়কে প্রাণ গেছে আরও তিনজনের। প্রতিনিধিদের খবর- কুমিল্লা : দুই মোটরবাইকের সংঘর্ষে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবপুর এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম রাকি চন্দ্র সিংহ। লালমনিরহাট : হাতীবান্ধায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হযরত আলী (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গত সোমবার সন্ধ্যায় উপজেলার হেলিপ্যাড মাঠের লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে পাথর বোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। নওগাঁ : সাপাহারে গতকাল সকালে মাহিন্দ্র ট্রাক্টরের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত অনিল রবিদাস (৩৫) পত্নীতলা উপজেলার গোবিন্দবাটি গ্রামের নালু রবিদাসের ছেলে। সাতক্ষীরা : শ্যামনগরে ইটের খোয়া তৈরির গাড়ি উল্টে চালক হাসান সরদারের (২৮) মৃত্যু হয়েছে। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে।       -প্রতিদিন ডেস্ক

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর