বুধবার, ৪ আগস্ট, ২০২১ ০০:০০ টা

হাসপাতালে প্রসূতির জরায়ু কেটে ফেলার অভিযোগ

প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম ফজিলাতুন্নেছা কুদ্দুস হাসপাতালের সিজারিয়ান অপারেশনের সময় প্রসূতির জরায়ু ও মলত্যাগের স্থান কেটে ফেলার অভিযোগ উঠেছে। এমন ভুল চিকিৎসার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সামনে মিরাপাড়া এলাকাবাসীর ব্যানারে গতকাল মানববন্ধন হয়। এ সময় রোগীর স্বজনরা জানান, গত রবিবার রাতে ফজিলাতুননেছা কুদ্দুস হাসপাতালে উম্মে হাবিবা (৩৭) নামে এক প্রসূতির সিজার করেন ডা. ফারজানা আক্তার লাবনী। অপারেশনের সময় ডাক্তার প্রসূতির জরায়ু ও মলত্যাগের স্থান কেটে ফেলে। এ কারণে একদিন প্রসূতি মলত্যাগ করতে পারেননি। এতে তার অবস্থা আশঙ্কাজনক হয়। পরে হাসপাতাল মালিক তাজেদুল ইসলাম সব খরচ বহন করার কথা বলে প্রসূতিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে প্রসূতি ও তার দুই যমজ শিশুর অবস্থা সংকটাপন্ন। প্রসূতি উম্মে হাবিবা মিরকাদিম পৌরসভার মিরাপাড়া এলাকার মিশুক চালক জহিরুল ইসলামের স্ত্রী। তার এক মেয়ে ও তিন ছেলে সন্তান রয়েছে। মানববন্ধনে মিরাপাড়া এলাকার শতাধিক মানুষ উপস্থিত থেকে ভুল চিকিৎসার প্রতিবাদ জানিয়ে কথিত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এলাকাবাসীর অভিযোগ ফজিলাতুননেছা কুদ্দুস নামের হাসপাতালটির সরকারি কোনো অনুমোদন নেই। হাসপাতাল পরিচালনার প্রয়োজনীয় কাগজপত্রও নাই।

সর্বশেষ খবর