বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১ ০০:০০ টা

দুর্ভোগে ফেনীর লাখো প্রবাসী শেষ হচ্ছে ভিসার মেয়াদ

জমির বেগ, ফেনী

ঈদুল আজহার পর থেকে বন্ধ রয়েছে ফেনীর কর্মসংস্থান ও জনশক্তি অফিস। এতে ভোগান্তির শিকার হচ্ছেন জেলার লাখ লাখ প্রবাসী। শেষ হচ্ছে কাজের অনুমতি পত্র আকামা ও ভিসার মেয়াদ-এমন অভিযোগ তাদের। এখন কী করবেন সেই অনিশ্চয়তায় করোনা ঝুঁকি মাথায় নিয়েই এখানে-সেখানে ছুটছেন তারা।

জানা যায়, করোনাভাইরাস পরিস্থিতিতে জরুরি সরকারি দফতর খোলা রাখার নির্দেশনা রয়েছে। কিন্তু গত মঙ্গল ও বুধবার দুপুরে শহরের মহিপালে অবস্থিত কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে গিয়ে দেখা যায় প্রতিষ্ঠানটি তালাবন্ধ। এ সময় বাইরে অপেক্ষমাণ ছিলেন ২৫-৩০ জন প্রবাসী। অফিস কবে খুলবে, বাইরে নেই এ সংক্রান্ত কোনো নোটিস। দূর-দুরান্ত থেকে প্রবাসীরা এসে অফিস বন্ধ দেখে হতাশ হচ্ছেন। দাগনভুঁঞা উপজেলার কোরাইশমুন্সি থেকে আসা জাপান প্রবাসী গোলাম মশিউর বলেন, টিকার নিবন্ধন করেছেন ২০ দিন হয়েছে। ওটিপিও এসেছে। টিকা কবে নেওয়া যাবে তার সুনির্দিষ্ট তারিখ জানিয়ে এসএমএস আসেনি। এ বিষয়ে করণীয় কি জানতে কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে একাধিকবার এসে তালাবন্ধ দেখেন। সদর উপজেলার দুবাই প্রবাসী মজিবুল হক জানান, কীভাবে নিবন্ধন করবেন সে ব্যাপারে তিনি কিছুই জানেন না।

সর্বশেষ খবর