বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

সংক্ষিপ্ত

বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করছেন শেখ হাসিনা : শামীম

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, এ দেশের স্বাধীনতার প্রথম স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর জন্মই হয়েছিল বাংলাদেশকে স্বাধীন করার জন্য। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে গতকাল সখিপুরের চরভাগা বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজকে সরকারিকরণ করায় দোয়া এবং চরভাগায় আওয়ামী লীগের উদ্যোগে ৪০০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এনামুল হক শামীম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তৎকালীন সাড়ে ৭ কোটি বাঙালি মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও বাংলাদেশ এবং বঙ্গবন্ধু একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধুর কালজয়ী সংগ্রামের ফসল হচ্ছে বাংলাদেশ। কারণ বিশ্বের মানুষ বঙ্গবন্ধুর নামেই বাংলাদেশকে চেনে। এনামুল হক শামীম আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা নিরন্তর কাজ করে চলছেন।

-শরীয়তপুর প্রতিনিধি

 

যুদ্ধ জাহাজ ‘এমভি ইকরাম’ নিয়ে জাদুঘর হবে

মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মহান মুক্তিযুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনীর  যে সব যুদ্ধ জাহাজ ছিল সেগুলো আমাদের মুক্তিযোদ্ধারা হামলা করে ২৬টি জাহাজ ডুবিয়ে দিয়েছিল। সেই স্মৃতিকে সংরক্ষণ করার জন্য ইতিমধ্যে এমভি ইকরাম জাহাজ যার ধ্বংসাবশেষ আমরা সংগ্রহ করেছি। সেই জাহাজের মধ্যে আমরা একটি জাদুঘর নির্মাণ করতে চাই। এটি এমন যায়গায় রাখতে চাই যেন আমাদের পরবর্তী প্রজন্ম ও দেশি বিদেশি প্রজন্ম যেন আমাদের গৌরবের ইতিহাস জানতে পারে এবং পাকিস্তানের কলঙ্কজনক ইতিহাস  যেন মানুষ জানতে পারে। মানুষ যেন এখানে আকৃষ্ট হয় সেজন্য এটি কোন জায়গায় করা যায় সেটি নিয়ে আমরা পরামর্শক কমিটি নিয়োগ দেব। গতকাল বিকেলে নারায়ণগঞ্জের কর্ণফুলী ডকইয়ার্ডে থাকা ‘এমভি আকরম’ ধ্বংসাশেষ পরিদর্শনে আসেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম  মোজাম্মেল হক, নৌ-পরিবহনমন্ত্রী খালিদ মাহমুদ  চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব মো. খাজা মিয়া, বিআইডব্লিউটিএ’র  চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক প্রমুখ। -নারায়ণগঞ্জ প্রতিনিধি

 

রূপগঞ্জে লেদার কারখানার গোডাউনে অগ্নিকান্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউনাইটেড লেদার ইন্ডাস্ট্রিজ লি. নামে একটি কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। আগুনে কারখানাটির কেমিক্যালের গোডাউনে রক্ষিত প্লাস্টিক জাতীয় মালামাল পুড়ে গেছে। গতকাল দুপুরে উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকার ইউনাইটেড লেদার কারখানার গোডাউনে এ অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। এদিকে স্থানীয় এলাকাবাসী ও উপজেলা ছাত্রলীগ নেতা-কর্মীদের সহযোগিতায় ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন। আগুন নেভানোর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দিনোমনি শর্মা। প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, ইউনাইডেট লেদার কারখানার ৪ শতাধিক শ্রমিক-কর্মচারী কাজ করত। -রূপগঞ্জ প্রতিনিধি 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর