শনিবার, ৭ আগস্ট, ২০২১ ০০:০০ টা

জলাবদ্ধতায় মাঠে মাঠে কৃষকের কান্না

বাগেরহাট প্রতিনিধি

জলাবদ্ধতায় মাঠে মাঠে কৃষকের কান্না

শরণখোলা উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধের মধ্যে আট দিন ধরে জলাবদ্ধতার পর বাঁধ কেটে পানি নিষ্কাশন শুরু হওয়ায় ধীরে ধীরে জেগে উঠছে ফসলের মাঠ। মাঠের দিকে তাকিয়ে এখন শুধুই হাহাকার করছেন শরণখোলার ১১ হাজারের অধিক চাষি। আমনের মাঠে লাগানো ধান ও বীজতলা সম্পূর্ণ পচে যাওয়ার দৃশ্য দেখে দিশাহারা কৃষকরা কান্নায় ভেঙে পড়ছেন। এখনো ধান চাষের সময় থাকলেও বীজের অভাবে নতুন করে বীজতলা তৈরি করতে পারছেন না চাষিরা। বর্তমানে শরণখোলার চারজন ডিলারের কারও কাছেই বীজ ধান মজুদ নেই।

উপজেলা কৃষি বিভাগের তথ্যমতে, সম্প্রতি অতিবর্ষণের পাউবো’র বেড়িবাঁধের মধ্যে জলাবদ্ধতায় লাগানো ধান ও বীজতলা পচে নষ্ট হয়েছে। কৃষদের দাবি, প্রায় ৯০ ভাগ বীজতলাই পচে নষ্ট হয়ে গেছে।

সর্বশেষ খবর