শনিবার, ৭ আগস্ট, ২০২১ ০০:০০ টা

আট জেলায় সড়কে ৯ প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

আট জেলায় সড়কে ৯ প্রাণহানি

ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগরে দুর্ঘটনাকবলিত ট্রাক -বাংলাদেশ প্রতিদিন

সড়ক দুর্ঘটনায় গতকাল চাঁদপুর, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, নাটোর, নরসিংদী, শরীয়তপুর, ফরিদপুর ও কক্সবাজারে নয়জন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- চাঁদপুর : কচুয়ায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালের পানিতে পড়ে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার সাচার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গাড়িচালক লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মাজহারুল হক ও যাত্রী শাকিল হোসেন। চট্টগ্রাম : বাঁশখালী উপজেলার দারোগাবাজার এলাকায় সকালে অজ্ঞাত গাড়ির ধাক্কায় জাফর আলম নামে ভটভটিচালক নিহত হয়েছেন। তিনি একই উপজেলার জালিয়াখালী এলাকার হাকিম আলীর ছেলে। ব্রাহ্মণবাড়িয়া : ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পিকআপ-ট্রাক সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন। নিহত আবদুল হাই হবিগঞ্জের বাহুবল থানার দোবাই এলাকার আফতাব আলীর ছেলে। নাটোর : নাটোর শহরতলির দত্তপাড়া ব্রিজ এলাকায় ভোরে দুই ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত ও নারী যাত্রীসহ চারজন আহত হয়েছেন। নিহত শাকিল আহমেদ (৪৪) মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বায়রা গ্রামের বাসিন্দা। আহতদের রাজশাহী মেডিকেল ও স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নরসিংদী : সকালে পাকুন্দিয়ার পুলেরঘাট এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী রায়পুরার আমিরগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান নাসির উদ্দীন খান (৫২) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মোটরসাইকেল চালক রাজীব সাহা (২৮)।

শরীয়তপুর : সদর উপজেলার কাশিপুর এলাকায় নসিমনের সঙ্গে ইটভাঙা মেশিনের ধাক্কায় আনোয়ার হোসেন ব্যাপারী (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার সুবেদারকান্দি গ্রামের এসকান্দার ব্যাপারীর ছেলে। ভাঙ্গা (ফরিদপুর) : ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে আঘাত লেগে মোয়াজ্জেম হোসেন (৩১) নামে এক পিকআপচালকের মৃত্যু হয়েছে। ভোরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুবদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোয়াজ্জেম সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভুতগাছা গ্রামের বাসিন্দা।

চকরিয়া (কক্সবাজার) : চকরিয়ায় ব্যাটারি টমটমের ধাক্কায় সাফা মারওয়া (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  বিকালে খুটাখালী বাসস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাফা মারওয়া খুটাখালী ইউনিয়নের পিয়াইজ্যাকাটা গ্রামের মহিউদ্দিনের মেয়ে।

সর্বশেষ খবর