রবিবার, ৮ আগস্ট, ২০২১ ০০:০০ টা

বসুন্ধরার খাদ্য সহায়তা পেল সিরাজগঞ্জের ৯০০ পরিবার

সিরাজগঞ্জ প্রতিনিধি

বসুন্ধরার খাদ্য সহায়তা পেল সিরাজগঞ্জের ৯০০ পরিবার

দেশের স্বনামধন্য বৃহত্তম শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান প্রদত্ত খাদ্যসামগ্রী উপহার পেয়েছে সিরাজগঞ্জের কাজিপুর, রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার ৯০০ পরিবার। করোনা মহাসংকটের মধ্যে এ সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এসব কর্মহীন-অসহায় দরিদ্র মানুষ। আর সংকট মুহূর্তে দরিদ্র মানুষের পাশে থাকায় বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষে কালের কণ্ঠের সামাজিক সংগঠন শুভ সংঘের উদ্যোগে গতকাল সকালে কাজিপুর উপজেলা পরিষদ চত্বর মাঠ, রায়গঞ্জ উপজেলার শালিয়াগাড়ী উচ্চবিদ্যালয় মাঠ ও তাড়াশ উপজেলার পৌর ফুটবল মাঠে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা কর্মহীন মানুষের হাতে এসব খাদ্যসহায়তা তুলে দেন। কাজিপুর উপজেলা পরিষদ মাঠে খাদ্যসামগ্রী বিতরণকালে ভার্চুয়াল বক্তব্যে সংসদ সদস্য তানভীর শাকিল জয় মহামারী সংকটে তার নির্বাচনী এলাকার কর্মহীন দরিদ্র মানুষের মধ্যে খাদ্যসহায়তা প্রদানের জন্য বসুন্ধরা গ্রুপসহ কালের কণ্ঠ শুভ সংঘের সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, বসুন্ধরা গ্রুপের মিডিয়া শুধু লেখনীর মাধ্যমে সীমাবদ্ধ নেই। তারা মহামারী সংকটের মধ্যে কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করছে। অনুষ্ঠানে কালের কণ্ঠ শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান, শুভ সংঘের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও কালের কণ্ঠ বগুড়া ব্যুরোপ্রধান লিমন বাশার, বগুড়া শুভ সংঘের উপদেষ্টা মোস্তফা মাহমুদ, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হেলাল আহমেদ, কালের কণ্ঠের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি অসীম মন্ডল, কাজিপুর প্রতিনিধি আবদুল জলিল এবং বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪-এর জেলা প্রতিনিধি আবদুস সামাদ সায়েম উপস্থিত ছিলেন। তাড়াশ উপজেলার শালুয়াদিঘী উচ্চবিদ্যালয়ে মাঠে খাদ্য বিতরণকালে ধন্যবাদ জানান রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমরুল কায়েস ইমন। রায়গঞ্জ-তাড়াশ আসনের সংসদ সদস্য ডা. আবদুুল আজিজ এ সময় বলেন, ‘প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে বসুন্ধরা গ্রুপ দেশের ক্রান্তিলগ্নে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। এজন্য বসুন্ধরার প্রতি আমরা কৃতজ্ঞ।’ অনুষ্ঠানে তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল সেখ, কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি সনাতন দাস, শুভ সংঘের সভাপতি তপন গোস্বামী, সাধারণ সম্পাদক সামিউল হক উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর