রবিবার, ৮ আগস্ট, ২০২১ ০০:০০ টা

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে যাত্রীর চাপ পারাপারের অপেক্ষায় ৮ শতাধিক গাড়ি

প্রতিদিন ডেস্ক

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে যাত্রীর চাপ পারাপারের অপেক্ষায় ৮ শতাধিক গাড়ি

বিধিনিষেধ উপেক্ষা করে ঢাকায় ফিরছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ। এ ছাড়া যাত্রী বহনকালে গতকাল ঢাকার সাভার থেকে ৮৬ এবং গাজীপুরের চন্দ্রা থেকে ৩৭টি বাস আটক করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর- মাদারীপুর : শনিবার সকালেও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিতে উভয়মুখী যাত্রীদের চাপ দেখা গেছে। তবে ঘাটে বাড়ি ফেরা মানুষের চেয়ে ঢাকায় কর্মস্থলে ফেরাদের চাপ বেশি। দুই পারে ব্যক্তিগত ও পণ্যবাহী মিলিয়ে ৮ শতাধিক গাড়ি পদ্মা পারের অপেক্ষায় আছে। অন্যদিকে, লঞ্চে চলাচল বন্ধ থাকায় ফেরিতে যাত্রীচাপ বেড়েছে। বাংলাবাজার ঘাটের প্রতিটি ফেরিতে ঢাকামুখী যাত্রীদের ঢল। ফেরিতে যাত্রী চাপ ও গাদাগাদিতে গতকালও উপেক্ষিত থাকছে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাটের সহকারী ম্যানেজার ভজন সাহা বলেন, নৌরুটে বর্তমানে ছোট-বড় মিলিয়ে ৯টি ফেরি সচল আছে। সকাল থেকে ঢাকামুখী যাত্রী এবং মোটরসাইকেল চাপ রয়েছে ফেরিগুলোতে। পদ্মায় তীব্র স্রোতে নৌরুটে ফেরি চলাচলে বেশি সময় লাগছে। সাভার (ঢাকা) : লকডাউন অমান্য করে যাত্রী বহন করায় গতকাল বিকালে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-আরিচা মহাসড়কে উত্তরবঙ্গগামী ৮৬টি বাস আটক করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ। সাভার হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম বলেন, বিকালে সাভার উপজেলার নবীনগর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে হাইওয়ে পুলিশের চেকপোস্ট অতিক্রম করার সময় বাসগুলো আটক করা হয়। তাই এদের বিরুদ্ধে সাভার হাইওয়ে থানার ৮৬ মামলা হয়েছে। কালিয়াকৈর (গাজীপুর) : কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকা থেকে গতকাল সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রী বহনকালে উত্তরবঙ্গের ৩৭টি বাস আটক করেছে হাইওয়ে পুলিশ। পুলিশ জানায়, উত্তরবঙ্গ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বাসগুলো তিন থেকে চারগুণ বেশি ভাড়া নিয়ে রাতে চলাচল করছে। সকালে চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে হাইওয়ে পুলিশের চেকপোস্ট অতিক্রম করার সময়ে বাসগুলো আটক করা হয়।

 এ ঘটনায় সালনা হাইওয়ে পুলিশ মামলা করেছে। এর আগে শুক্রবার উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ৪০টি যাত্রীবাহী গাড়ি আটক করে গাজীপুর হাইওয়ে পুলিশ।

সর্বশেষ খবর