সোমবার, ৯ আগস্ট, ২০২১ ০০:০০ টা

চালু হচ্ছে সারিয়াকান্দি মাদারগঞ্জ ফেরি সার্ভিস

জামালপুর প্রতিনিধি

চালু হচ্ছে সারিয়াকান্দি মাদারগঞ্জ ফেরি সার্ভিস

জামালপুরের মাদারগঞ্জ থেকে বগুড়ার সারিয়াকান্দি সরাসরি ফেরি চলাচল শুরু হতে যাচ্ছে। আগামী ১২ আগস্ট মাদারগঞ্জ লঞ্চঘাট থেকে এই ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এতদিন ধরে এই অঞ্চলের মানুষেরা জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় যমুনা নদী পারাপার করলেও সরাসরি ফেরি সার্ভিস চালু হওয়ায় জামালপুরের সঙ্গে বগুড়াসহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার সেতুবন্ধন তৈরি হতে যাচ্ছে। এতে উত্তরবঙ্গের মানুষের ঢাকায় যাতায়াতের ক্ষেত্রে প্রায় ৮০ কিলোমিটার দূরত্ব কমে যাবে। পাশাপাশি কমবে সময় ও অর্থের অপচয়। বগুড়ার সারিয়াকান্দি কালিতলা ও মথুরাপাড়া খেয়াঘাট থেকে মাত্র ৫০ টাকা ভাড়ায় নৌকাযোগে জামালপুরের মাদারগঞ্জ জামথল খেয়াঘাট আসতে সময় লাগে পৌনে এক ঘণ্টা। দৈনিক এ পথ দিয়ে রাজধানী ঢাকাসহ বিভিন্ন প্রান্তে যাতায়াত করে বগুড়াসহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার হাজারো মানুষ।

সর্বশেষ খবর