মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১ ০০:০০ টা

অবশেষে ধরা পড়ল সেই কুমির

ফরিদপুর প্রতিনিধি

পদ্মার তীরবর্তী খালে আটকা পড়া কুমিরটি জেলেদের জালে ধরা পড়েছে। ফরিদপুর সদর উপজেলার পদ্মার তীরবর্তী একটি খাল থেকে গতকাল কুমিরটিকে আটক করা হয়। পরে গ্রামবাসীর সহায়তায় কুমিরটিকে বেঁধে রাখা হয়। কুমির আটকের বিষয়টি নিশ্চিত করে নর্থ চ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাকুজ্জামান মোস্তাক বলেন, কুমিরটির দৈর্ঘ্য ৫ হাত।

এ বিষয়ে জেলা প্রশাসক ও বন বিভাগের কর্মকর্তাদের খবর দেওয়া হয়েছে। তারা এসে কুমিরটির বিষয়ে ব্যবস্থা নেবেন। স্থানীয়রা জানায়, সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের পদ্মার তীরবর্তী এলাকার সালাম খাঁর ডাঙ্গিতে গত ২৫ জুলাই কুমিরটিকে দেখতে পান জেলেরা। পরে মাইকিং ও সাইনবোর্ড টাঙিয়ে সবাইকে সচেতন করা হয়।  এরপর দুই দফায় খুলনা থেকে বন বিভাগের কর্মীরা কুমিরটিকে ধরার চেষ্টা করে ব্যর্থ হন। পরে গতকাল বেলা সাড়ে ১২টার দিকে জলাধারে থাকা কয়েকটি হাঁসকে তাড়া করে কুমিরটি। বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে জাল দিয়ে কুমিরটিকে আটক করে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর