বুধবার, ১১ আগস্ট, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

বঙ্গমাতা বিশ্বের অনন্য অনুসরণীয় নারী : শামীম

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর রাজনৈতিক জীবনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের পরামর্শকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। শত সংকটেও তিনি আস্থা ও বিশ্বাসে অবিচল ছিলেন। এ ছাড়া তিনি দলের দুঃসময়ে বঙ্গবন্ধুর নেতা-কর্মীদের উৎসাহ-উদ্দীপনা জুগিয়েছেন। বিশ্বের অনন্য অনুসরণীয় নারী বঙ্গমাতা। বাঙালির ইতিহাসে তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধুর জীবনে বঙ্গমাতা’ শীর্ষক স্মারক বক্তৃতায় প্রধান অতিথির বক্তব্যে জাকসুর সাবেক ভিপি শামীম এসব কথা বলেন। সচিবালয়ে নিজ দফতর থেকে অনলাইনে সংযুক্ত হন উপমন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফারজানা হকের সভাপতিত্বে বক্তব্য দেন উপ-উপচার্য ড. নুরুল আলম, অধ্যাপক শেখ মো. মুনজুরুল প্রমুখ।         -জাবি প্রতিনিধি

টিকা না পেয়ে ফিরে গেলেন দুই হাজার নারী পুরুষ

আগের দিন মাইকিং করে জানানো হয় গতকাল গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৯নং ওয়ার্ডে করোনার গণটিকা দেওয়া হবে। এই খবর প্রচার হওয়ার পর সকাল থেকে কয়েক হাজার নারী পুুরুষ ঝ্ুেক পড়ে এবং লাইন ধরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে থাকেন। জানা যায়, কালিয়াকৈর পৌরসভার ৯নং ওয়ার্ডে করোনার গণটিকা দেওয়া হবে। স্বাস্থ্যকর্মীরা যথাসময়ে টিকাদান কেন্দ্রে উপস্থিত হওয়ার পর স্থানীয় প্রশাসন টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন। এর পরেই  রেজিস্ট্রেশন ও ভোটার আইডিকার্ড নিয়ে আসা মানুষকে টিকা দেওয়া শুরু করেন। বেলা সোয়া ১১টার দিকে নারী লাইনে টিকা দেওয়া বুধ থেকে জানিয়ে দেওয়া হয় টিকার ভ্যাকসিন শেষ হয়ে গেছে।         -কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

ধান খেতে বিষ প্রয়োগে অসংখ্য পাখির মৃত্যু

মাদারীপুরের শিবচরে ধান খেতে বিষ প্রয়োগের ফলে মারা পড়ছে অসংখ্য পাখি। গত সোমবার উপজেলার কালু বেপারীর কান্দি গ্রামের একটি ফসলের খেতে অসংখ্য ঘুঘু পাখি মরে থাকতে দেখেছে স্থানীয়রা। জানা গেছে, কালু বেপারীর কান্দি গ্রামের কৃষক মালেক বেপারী, হুমায়ুন আকনসহ স্থানীয় কয়েকজন কৃষক সম্প্রতি তাদের খেতে ধান বীজ  রোপণ করেছেন। এ সময় বিভিন্ন পোকা, মাকড় কীটপতঙ্গ যাতে ধানের বীজ খেয়ে নষ্ট করতে না পারে সেজন্য ধানক্ষেতে গত দুই দিন আগে পোকা নিধনের বিষ প্রয়োগ করেন।          -মাদারীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর