বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

স্নাতক চতুর্থ বর্ষের ফল পুনর্মূল্যায়নের দাবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার ফল পুনমূল্যায়নের দাবিতে বিক্ষোভ করেছে অকৃতকার্য শিক্ষার্থীরা। গতকাল গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা এ কর্মসূচি পালন করে। এ সময় তারা এক মাসের মধ্যে পরীক্ষার সঠিক ফলাফল ঘোষণার দাবি জানায়। কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।                -গাজীপুর প্রতিনিধি

 

টিকা না পেয়ে হট্টগোল

নারায়ণগঞ্জের ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে করোনাভাইরাসের টিকা না পেয়ে হট্টগোল করেছে সাধারণ মানুষ। জনা যায়, গতকাল সকাল ৮টা থেকেই হাজারও মানুষ লাইনে দাঁড়ান টিকা নিতে। ২ হাজার ডোজ টিকা দেওয়ার পর দুপুর ১২টার দিকে টিকা শেষ হয়ে যায়। এ সময় সাধারণ মানুষ হট্টগোল শুরু করলে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আবারও টিকা আনিয়ে ১ ঘণ্টা পর টিকা কার্যক্রম শুরু করা হয়। হাসপাতালের আরএমও আসাদুজ্জামান জানান, মানুষের ভিড়ের কারণে ম্যাসেজ ছাড়া টিকা প্রদান করা হয়েছে। পরে টিকা শেষ হওয়ার পর কিছুক্ষণ কার্যক্রম বন্ধ ছিল। এ সময় কিছুটা বিশৃঙ্খলা হয়। পরে পুলিশের সহায়তায় আবারও টিকা কার্যক্রম শুরু হয়।             - নারায়ণগঞ্জ প্রতিনিধি

 

গাজীপুরে ঝুট গুদামে আগুন

গাজীপুরের কোনাবাড়ী থানার দেওয়ালিয়াবাড়ি এলাকার একটি ঝুট গুদামে আগুন লেগেছে। গতকাল রাতে এ আগুনের সূত্রপাত হয়। দমকল বাহিনী সূত্র জানায়, রাত সাড়ে ৯টার দিকে দেওয়ালিয়াবাড়ি এলাকায় প্রথমে টিনশেডের তৈরি একটি জুট গুদামে আগুন লাগে। এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। মুহূর্তেই আগুন আরও ৫টি ঝুট গুদামে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাশিমপুরের ডিবিএল ও জয়দেবপুর দমকল বাহিনীর চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে এসে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।          -গাজীপুর প্রতিনিধি

শ্রমিক লীগের সেই নেত্রীকে অব্যাহতি

ছিনতাই মামলায় গ্রেফতার হওয়া জাতীয় শ্রমিক লীগের কুমিল্লার তিতাস উপজেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক মৌসুমী আক্তারকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিতাস উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল-আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত মঙ্গলবার রাতে এ তথ্য জানানো হয়।   মৌসুমী তিতাস উপজেলার জিয়ারকান্দি এলাকার রুবেল মিয়ার স্ত্রী। জানা যায়, গত ১০ আগস্ট হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের শারমিন সোনালী ব্যাংক হোমনা বাজার শাখায় টাকা জমা দিতে যান। ব্যাংকে ভিড় থাকায় টাকা জমা না দিয়ে তিনি বাড়িতে ফিরছিলেন। পথে হোমনা বাজারের অভিযুক্ত মৌসুমীসহ ৪ সহযোগী শারমিনের ১ লাখ টাকা নিয়ে যায়। এ সময় স্থানীয়রা ৩ জন নারী ছিনতাইকারীকে আটক করে। তবে মৌসুমী পালিয়ে যায়। হোমনা থানার ওসি আবুল কায়েস আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।       -কুমিল্লা প্রতিনিধি

 

কালিয়াকৈরে আগুনে পুড়ল ৮ কক্ষ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকায় গতকাল একটি কলোনিতে অগ্নিকান্ডে ৮টি কক্ষ ও মালামাল পুড়ে গেছে। দমকল বাহনীর সদস্যরা জানায়, উপজেলার বক্তারপুর এলাকায় মইনুল ইসলামের কলোনিতে সকালে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে এলাকাবাসীর সহায়তা কালিয়াকৈর দমকল বাহিনীর দুটি দল ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ৮টি কক্ষ ও মালামাল পুড়ে গেছে। দমকল বাহিনীর কর্মকর্তা কবিরুল আলম জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা যায়নি।            -কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর