শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১ ০০:০০ টা

মৌলভীবাজারে রোপা আমন আবাদে রেকর্ড

চলতি মৌসুমে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ১ লাখ ১ হাজার ২৩৫ হেক্টর। গত বছর ছিল ৯৯ হাজার ৯৮০ হেক্টর

সৈয়দ বয়তুল আলী, মৌলভীবাজার

মৌলভীবাজারে রোপা আমন আবাদে রেকর্ড

কম বৃষ্টিপাত, অনুকূল আবহাওয়া; এ ছাড়া উজান থেকে পাহাড়ি ঢল না আসায় এবার মৌলভীবাজারে রোপা আমনের আবাদ বৃদ্ধি পেয়েছে। কিছুদিন পরই সবুজে পরিপূর্ণতা অর্জন করে হলদে ধানে রূপ নেবে। আসবে কৃষকের মুখে হাসি। ভরে উঠবে তার আঙিনা। মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরসূত্রে জানা যায়, চলতি মৌসুমে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ১ লাখ ১ হাজার ২৩৫ হেক্টর। গত বছর ছিল ৯৯ হাজার ৯৮০ হেক্টর। জানা যায়, বাড়তি জমির অধিকাংশই হাওরাঞ্চলের একফসলি বোরো চাষাবাদের। এর মধ্যে মৌলভীবাজার সদর উপজেলায় ১৮ হাজার ১৭৫, শ্রীমঙ্গলে ১৫ হাজার ৫৩১, রাজনগরে ১৩ হাজার ৫৮, কমলগঞ্জে ১৭ হাজার ২৭০, কুলাউড়ায় ২০ হাজার ১৪৬, বড়লেখায় ৮ হাজার ৬৪৫ ও জুড়ীতে ৮ হাজার ৪০০ হেক্টর। সরেজমিনে হাওর কাউয়াদীঘিতে গিয়ে দেখা যায়, যেখানে শুধু বোরো চাষাবাদ হতো এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় সেসব জায়গায় রোপা আমন আবাদ হচ্ছে। শুধু কাউয়াদীঘি নয়, জেলার অন্যান্য হাওরপাড়েও এ বছর রোপা আমন আবাদ হয়েছে। এর জন্য কৃষক অনেক আনন্দিত। রাজনগর উপজেলার কাউয়াদীঘি হাওরপাড়ের কৃষক খয়রুল, আনসার, সুজিত ঘোষসহ অনেকে বলেন, ‘পানি না আসায় আমরা এ বছর বেশি খেতে চাষাবাদ করতে পারছি। আমাদের এলাকার কুবজার, ছবুরবন্দসহ কয়েকটি মৌজার ফসলি জমিতে শুধু বোরো চাষ করতে পারতাম। কিন্তু এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় এসব মৌজায় রোপা আমন আবাদ করেছি। এখন যদি ভালোয় ভালোয় ধান ঘরে তুলতে পারি আমাদের কষ্ট সার্থক হবে।’ হাকালুকি হাওরপাড়ের কৃষক জমসিদ আলী, কয়ছর মিয়া ও সুমন আহমদ বলেন, ‘হাওরে পানি না বাড়ায় এ বছর আমাদের এলাকায় আমনের চাষ অন্যান্য বছরের তুলনায় বেড়েছে।’ মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কাজী লুৎফুল বারী বলেন, চলতি মৌসুমে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা গত বছরের চেয়ে বেশি ধরা হয়েছে ১ হাজার ২৫৫ হেক্টর। ধান ঘরে তোলার আগ পর্যন্ত আমাদের তত্ত্বাবধান অব্যাহত আছে। কৃষককে পরামর্শও দিচ্ছি। এর মধ্যে বেশির ভাগই রোপণ হয়েছে হাওরাঞ্চলে। যেখানে এর আগে কোনো দিন আমন হতো না। সেখানে বোরো ধানই হতো। এবার পাম্পের মাধ্যমে হাওর-জলাশয়ের পানি নিষ্কাশন করায় এখানে ধানের আবাদ বেড়েছে।

সর্বশেষ খবর