শনিবার, ১৪ আগস্ট, ২০২১ ০০:০০ টা

দুই সেচ প্রকল্পে জলাবদ্ধতা

নেয়ামত হোসেন, চাঁদপুর

দুই সেচ প্রকল্পে জলাবদ্ধতা

কয়েকদিনের টানাবর্ষণে ‘চাঁদপুর সেচ প্রকল্প’ ও মতলবে ‘মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প’ দুটিতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। যার ফলে বসতবাড়িতে পানি এবং ফসলের মাঠ পানির নিচে তলিয়ে গেছে। আমন চাষিদের বীজতলা এখন পানির নিচে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা হলে এই ক্ষতি আরও বৃদ্ধি পাবে। পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশের বৃহত্তম সেচ প্রকল্পের মধ্যে চাঁদপুর সেচ প্রকল্প ও মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প অন্যতম। এই দুটি সেচ প্রকল্পের মধ্যে চাঁদপুর সেচ প্রকল্পে ২২ হাজার হেক্টর জমি এবং মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পে ১৪.১ হেক্টর জমি আবাদযোগ্য। প্রকল্প এলাকা দুটিতে বছরজুড়ে বোরো, আউশ ও আমন আবাদ হয়। চলতি সপ্তাহ থেকে শুরু হয়েছে আমন রোপণ। জলাবদ্ধতার কারণে অনেক জমি পানিতে তলিয়ে গেছে। বীজতলা কয়েক ফুট পানির নিচে থাকায় কৃষকরা তা তুলতে পারছে না। এখন হতাশার মাঝে রয়েছে হাজারো কৃষক। মতলব উত্তরে ইসলামাবাদ গ্রামের কৃষক লিয়াকত আলী ও সুলতান আহম্মদ জানান, আমাদের এলাকার পানি নিষ্কাশনের জন্য দুটি খাল রয়েছে। ওই খাল দুটিই এখন দখল হয়ে আছে। ভারি বর্ষণে উপজেলার ইসলামাবাদ, দুর্গাপুর, লতরদি, এখলাছপুর, ফতেপুর, লুধুয়াসহ একাধিক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে গৃহবন্দী হয়েছি অনেকে। আমাদের ইউপি চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু, পানি নিষ্কাশনের জন্য পাইপ লাইন করে দিয়েছেন, তার একটি এখন বন্ধ। আমরা সবাই এর দ্রুত সমাধান চাই। মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন সরকার জানান, বর্ষণ হওয়ায় তিনটি পাম্প চালানো হয়েছে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে জলাবদ্ধতা কেটে যাবে।

সর্বশেষ খবর