শনিবার, ১৪ আগস্ট, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

সালিশে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

উপজেলার মাটিকাটা রমেশের টেক এলাকায় গতকাল বিকালে একটি সালিশকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এতে উভয় গ্রুপের কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। এর মধ্যে নাসির উদ্দিন ও আলমকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। অন্য দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে এলাকাবাসী জানিয়েছেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই এলাকার রেললাইন দোকান মালিক ও শ্রমিক কার্যালয়ে বিকালে সুদের টাকা লেনদেনের বিষয়ে একটি সালিশ বসে। সেখানে আবদুর রশিদ নামে এক সুদখোর আইনুল ইসলামের কাছে ১৪ হাজার ৫০০ টাকা দাবি করেন। হিসাব করে গ্রাম্য মাতব্বররা পাওনাদারকে মূল ৫ হাজার টাকা নেওয়ার অনুরোধ করে রায় দেন। এ রায় পাওনাদার ও দেনাদার মেনে নিলেও আইনুলের বাড়িওয়ালা কাইয়ুম, মাইনুল না মানার ঘোষণা দিয়ে মাতব্বরদের অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন। আশপাশের লোকজন প্রতিবাদ করলে কাইয়ুম, মাইনুলসহ ১৫-২০ জনের একদল যুবক লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।            -কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

মুন্সীগঞ্জে পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পৃথক অভিযানে পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলেন জয় দাস (২০), সিজান (১৮), মনির (১৯), দেলোয়ার (৩২) ও আবুল (৪০)। র‌্যাব সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তা পশ্চিম কুমারভোগ জামে মসজিদের বিপরীতে মেসার্স আউয়াল স্টিলের দোকানের সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচা করছেন এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১-এর উপপরিচালক এ কে এম মুনিরুল আলমের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ বিষয়ে লৌহজং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।                -মুন্সীগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর