শনিবার, ১৪ আগস্ট, ২০২১ ০০:০০ টা

মাদকের রুট ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

মাদকের রুট ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

মাদকের রুট ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। এ রুটকে নিরাপদ হিসেবে বেছে নিয়েছেন মাদককারবারিরা। পূর্বাঞ্চলের ১৮টি জেলার মানুষ রাজধানীর প্রধান প্রবেশপথ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতু হয়ে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় ও সাইনবোর্ড মোড় দিয়ে যেতে হয়। স্থানীয়দের দাবি, মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার না থাকায় মাদককারবারিরা এ সড়কটিকে ব্যবহার করছে। এতে মাদককারবারিরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কটি নিরাপদ সড়ক হিসেবে ব্যবহার করছেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে খুব অল্প সময়েই রাজধানী ঢাকায় প্রবেশ করা যায়। দিনের বেলায় এ সড়ক দিয়ে পণ্যবাহী পরিবহন ব্যবহার করে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় ও সাইনবোর্ড মোড় দিয়ে রাজধানীতে প্রবেশ করছে মাদককারবারিরা। সাধারণত দিনের বেলায় মহাসড়কের সাইনবোর্ড মোড়ের যানজট নিরসনে পুলিশের ব্যস্ত থাকার সুযোগে মাদককারবারিরা দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে আসা ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ মাদকদ্রব্য এ সড়ক দিয়ে রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় প্রবেশ করাচ্ছে। গত ১১ আগস্ট রাতে র‌্যাব-১১ এর সদস্যরা সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডস্থ সড়ক ও জনপথ অধিদফতরের সামনে থেকে শাওন মিল্কী নামে ব্যবসায়ীকে ৮০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। মাদককারবারি মিল্কী মোটরবাইকের গোপন কুঠরি ব্যবহার করে কুমিল্লা থেকে ঢাকায় যাচ্ছিলেন। এর আগে ১০ আগস্ট কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে একটি পিকআপে করে ২৪ কেজি গাঁজা ঢাকায় নিয়ে যাচ্ছিলেন চালক মো. শরিফুল ইসলাম ও হেলপার জনি বেপারী। এমন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চিটাগাং রোড এলাকা থেকে র‌্যাব সদস্যরা তাদের আটক করে। এ সময় মাদক সরবরাহের কাজে ব্যবহৃত ওই পিকআপটি (ঢাকা মেট্রো ম- ১৬-৬৬০৯) জব্দ করে র‌্যাব। ৬ আগস্ট দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করে র‌্যাব। এ সময় ট্রাকে তল্লাশি করে কেবিনের টুলবক্সের মধ্যে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদককারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চালক ইয়াছিনকে গ্রেফতার করা হয় বলে  নিশ্চিত করেন র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস। গত ৪ আগস্ট গভীর রাতে মহাসড়কের শিমরাইল মোড় এলাকায় অ্যাম্বুলেন্সে পাচারের সময় ৮৫ কেজি গাঁজাসহ মো. দেলোয়ার হোসেন নামে এক মাদককারবারিকে আটক করে র‌্যাব সদস্যরা।

সর্বশেষ খবর