শনিবার, ১৪ আগস্ট, ২০২১ ০০:০০ টা

নরসিংদীতে সন্ত্রাসী হামলার প্রতিবাদ

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে সন্ত্রাসী হামলার প্রতিবাদ

কৃষক লীগ নেতার ওপর সন্ত্রাসী হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। জীবনের নিরাপত্তা চেয়েছে ভুক্তভোগীর পরিবার। গতকাল শিবপুর প্রেস কাবে যশোর ইউনিয়ন কৃষক লীগ ও ভুক্তভোগীর পরিবার এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। হামলার শিকার হারুন মিয়া শিবপুর উপজেলার যশোর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক। সংবাদ সম্মেলনে সন্ত্রাসী হামলায় পঙ্গুত্ববরণকারী হারুন মিয়ার স্ত্রী রুনা বেগম লিখিত বক্তব্যে বলেন, ২৪ জুলাই রাতে স্থানীয় যুবদল সাধারণ সম্পাদকের ভাই বিএনপি নেতা কবির মোল্লার পরোক্ষ মদদে আরাফাত ভুইয়া নয়-দশ জনকে নিয়ে চাপাতি, রামদাসহ ধারালো অস্ত্র দিয়ে কৃষক লীগ সাধারণ সম্পাদকের ওপর হামলা চালায়। কুপিয়ে তার হাত-পায়ের রগ কেটে দেয়। পরে তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে টাকাসহ বিভিন্ন মাল লুট করে। মুমূর্ষু অবস্থায় হারুন মিয়াকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাজধানীর পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখানে ৫২টি সেলাই এবং পায়ে এসএস রিং পরিয়ে ১৬ দিন চিকিৎসা দেওয়া হলেও তিনি চিরতরে পঙ্গু হয়ে যান। রুনা বেগম আরও বলেন, থানায় মামলা হলেও মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এখন মামলা তুলে না নিলে আমাদের প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। তাই আতঙ্ক ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছি। সংবাদ সম্মেলনে রুনা বলেন, ‘সন্ত্রাসীরা আমার স্বামীকে পঙ্গু করে দিয়েছে। দোকান লুট করেছে। কাল আওয়ামী লীগের অন্য কর্মীদের ওপর, সাধারণ মানুষের ওপর তারা হামলা করবে না তার নিশ্চয়তা কোথায়? তাই প্রধানমন্ত্রীর কাছে হারুন মিয়ার ওপর সন্ত্রাসী হামলার ন্যায়বিচার ও পরিবারের নিরাপত্তার দাবি জানাই।

সর্বশেষ খবর