রবিবার, ১৫ আগস্ট, ২০২১ ০০:০০ টা

টিসিবির পণ্য কালোবাজারে

লক্ষ্মীপুর প্রতিনিধি

টিসিবির পণ্য কালোবাজারে

লক্ষ্মীপুরে টিসিবির পণ্য নিয়ম বহির্ভূতভাবে কালোবাজারে দোকানিদের কাছে বিক্রি করায় স্থানীয় ডিলার মহসিন পাটোয়ারী স্বপনসহ আরও দুই দোকানির কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল রায়পুর থানার ওসির কক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চাঁদপুরের কর্মকর্তারা অভিযুক্তদের কাছ থেকে এ জরিমানা আদায় করেন। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এনএসআই কর্মকর্তারা ডিলারকে আটক করে থানায় সোপর্দ করে। পরে অধিদফতরের কর্মকর্তারা দোকানিদেরও থানায় হাজির করান। তবে জব্দকৃত মালামাল ও ঘটনা নিয়ে গণমাধ্যমে কোনো বক্তব্য দিতে রাজি হননি সংশ্লিষ্ট কেউ। জানা যায়, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য  ভোক্তাদের মাঝে সাশ্রয়ী মূল্যে সরবরাহের কথা থাকলেও লক্ষ্মীপুরে তা হচ্ছে না। দীর্ঘদিন ধরে জেলার রামগঞ্জের পানপাড়া এলাকার টিসিবির ডিলার স্বপন টিসিবির পণ্য স্থানীয় বিভিন্ন দোকানির কাছে বিক্রি করে আসছিলেন। এমন অভিযোগ পেয়ে শুক্রবার রাতে জেলার এনএসআই কর্মকর্তারা অভিযানে যায়।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর