রবিবার, ১৫ আগস্ট, ২০২১ ০০:০০ টা

জাল পেতে পাখি শিকার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধানি জমিতে কারেন্ট জাল দিয়ে বাবুই পাখি শিকার করছে একটি চক্র। এতে গ্রামীণ জনপদে দেশীয় প্রজাতির পাখি ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। জেলা বন বিভাগ বলছে, এ বিষয়ে অনুসন্ধান করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে, নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের দাঁতমণ্ডল গ্রামের জুরু মিয়ার ছেলে সামসু মিয়া এবং রজব আলীর ছেলে বাতেন মিয়ার নেতৃত্বে একটি চক্র এলাকার ধানি জমিতে কারেন্ট জাল দিয়ে ফাঁদ পেতে বাবুই পাখি শিকার করছে। প্রতিদিন এসব জমিতে আহার করতে এসে বিপুল সংখ্যক বাবুই পাখি শিকারির ফাঁদে ধরা পড়ছে। এসব পাখি ধরে এলাকায় বিক্রি করছে তারা। নাম প্রকাশে অনিচ্ছুক দাঁতমণ্ডল গ্রামের এক বাসিন্দা জানান, অসাধু চক্রের সদস্যরা গত এক সপ্তাহ ধরে গ্রামের বিস্তীর্ণ ধানি জমির ওপর মাছ শিকারের কারেন্ট জাল বিছিয়ে বাবুই পাখি শিকার করছে। পাশাপাশি ওই তারা গ্রামে গুজব ছড়িয়েছে যে, বাবুই পাখির মাংস খেলে বাত ব্যথা ভালো হয়। এমন গুজবকে কাজে লাগিয়ে পাখি শিকার করছে তারা। আর গ্রামের মানুষকে ভুল বুঝিয়ে সরলতাকে কাজে লাগিয়ে পাখি বিক্রি করছে। তিনি এসব পাখি শিকারি চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর