রবিবার, ১৫ আগস্ট, ২০২১ ০০:০০ টা

পদ্মার ভাঙনে হুমকির মুখে শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি

কুষ্টিয়া প্রতিনিধি

পদ্মার ভাঙনে হুমকির মুখে শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি

সর্বনাশা পদ্মা নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি। প্রতিদিন পদ্মা নদীর আগ্রাসী থাবায় ভাঙছে নদী তীরবর্তী এলাকার ঘরবাড়ি। তলিয়ে যাচ্ছে বিস্তীর্ণ ফসলের মাঠ। ভাঙন রোধে কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ না করায় এখন হুমকির মুখে পড়েছে শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি। কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, ২০১৬-২০১৮ অর্থবছরে কুঠিবাড়ি ও পার্শ্ববর্তী এলাকা সংরক্ষণের লক্ষ্যে প্রায় ১৬৭ কোটি টাকা ব্যয়ে ৩ হাজার ৭২০ মিটার বাঁধ নির্মাণ করা হয়। এর মধ্যে কয়া ইউনিয়নের সুলতানপুর অংশে ২ হাজার ৭২০ মিটার এবং শিলাইদহ অংশে এক হাজার মিটার। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, প্রকল্পের নাম কুঠিবাড়ি রক্ষা বাঁধ হলেও কর্তৃপক্ষ কুঠিবাড়ির প্রধান অংশের দেড় কিলোমিটার বাদ রেখেই সেই সময় বাঁধ নির্মাণ সম্পন্ন করে। এতে প্রতি বছর বর্ষা মৌসুম শুরু হলেও পদ্মা নদীতে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভাঙন দেখা দেয়। ভাঙনের কারণে হুমকিতে থাকে শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি, কোমরকান্দি, কান্দাবাড়িয়া, জাহেদপুর, বেলগাছিসহ আশপাশের অন্তত ছয়টি গ্রামের বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ কাগজে-কলমে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি ও পার্শ¦বর্তী এলাকা সংরক্ষণের লক্ষ্যে পদ্মা নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্প। কিন্তু বাস্তবে কুঠিবাড়ির প্রধান অংশে কোনো বাঁধ নির্মাণ না করায় হুমকির মুখে পড়েছে শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়িসহ আশপাশের এলাকা। ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে দেখা যায়, প্রতি বছরের মতো এ বছরও বর্ষার শুরুতেই নদীর পানি বাড়তে শুরু করেছে। এতে কোমরকান্দির জালাল সর্দারের বাড়ি থেকে জলা প্রামাণিকের বাড়ি পর্যন্ত ভেঙে পড়ছে নদীর পাড়। ভাঙনের আতঙ্ক নিয়ে সময় পার করছেন পদ্মা পাড়ের মানুষ। ভাঙন কবলিত পদ্মা পাড়ের  উম্মত আলী বলেন, এক সময় তার পনের শতক জমি ছিল। ভাঙতে ভাঙতে এখন মাত্র সাত শতকে এসে ঠেকেছে। এবারও ভাঙন দেখা দিয়েছে। ভেঙে গেলে এবার আর কোনো জমিই আর অবশিষ্ট থাকবে না। আব্বাস আলী বলেন, ‘ঘরের পেছনে আর এক হাত জায়গা আছে। আমরা গরিব মানুষ। কোথাও যাওয়ার জায়গা নেই।

সর্বশেষ খবর