শিরোনাম
রবিবার, ১৫ আগস্ট, ২০২১ ০০:০০ টা

ইউপি চেয়ারম্যানের অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিটি

কুড়িগ্রাম প্রতিনিধি

ইউপি চেয়ারম্যানের অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিটি

কুড়িগ্রামের রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদে  প্রায় এক মাসেও সহস্রাধিক দুস্থ-অসহায় ব্যক্তির নামে বরাদ্দকৃত ঈদুল আজহার ভিজিএফের চাল চেয়ারম্যানের গাফিলতির কারণে বিতরণ করা হয়নি। সেই সঙ্গে আরও ১০টি প্রকল্পসহ নানা বিষয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগে ওই ইউনিয়নের চেয়ারম্যান রবীন্দ্রনাথ কর্মকারের বিরুদ্ধে সম্প্রতি অধিকাংশ ইউপি সদস্য অনাস্থা প্রস্তাব আনেন। এ ছাড়া তারাসহ স্থানীয়রা তাকে অপসারণসহ শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ অব্যাহত রেখেছেন। ফলে ইউনিয়নটিতে গত এক মাস ধরে স্বাভাবিক কর্মকা  স্থবির হয়ে পড়েছে। চেয়ারম্যানের এ রকম ঘটনা নিয়ে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এদিকে, চেয়ারম্যানের নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ যাচাই করতে ইতোমধ্যে রাজারহাট উপজেলা প্রশাসন একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম তিন সদস্যের কমিটি গঠনের কথা স্বীকার করে জানান, তদন্ত কমিটি তার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করে তা জমা দিলে আইনানুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর