রবিবার, ১৫ আগস্ট, ২০২১ ০০:০০ টা

ট্যাংকারে ধাক্কা সাত ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের মীরের বাজার রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় এলপি গ্যাসবাহী একটি ট্যাংকার রেললাইনের ওপর কাত হয়ে পড়ে যায়। ফলে প্রায় সাত ঘণ্টা ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ ছিল।

পুবাইল থানার ওসি মহিদুল ইসলাম জানান, সীতাকুন্ড থেকে এলপি গ্যাস ভর্তি একটি ট্যাংকার ঢাকার কামারপাড়ার বাসুলিয়ায় যাচ্ছিল। বিকালে মীরের বাজার রেলক্রসিংয়ের ওপর ট্যাংকারটি বিকল হয়ে যায়। এ সময় ঢাকা থেকে আখাউড়াগামী যাত্রীবাহী তিতাস কমিউটার ট্রেনের ধাক্কায় ট্যাংকারটি কাত হয়ে রেললাইনের ওপর পড়ে যায়। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দমকল বাহিনী ও রেল বিভাগের উদ্ধারকর্মীরা গিয়ে ক্রেন ব্যবহার করে রাত ২টার দিকে ট্যাংকারটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সর্বশেষ খবর