সোমবার, ১৬ আগস্ট, ২০২১ ০০:০০ টা

বিসিসিতে বরখাস্ত আতঙ্ক

রাহাত খান, বরিশাল

বিসিসিতে বরখাস্ত আতঙ্ক

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও দুজন নির্বাহী প্রকৌশলীসহ ১২ জন কর্মকর্তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করার পর সাময়িক বরখাস্তকৃত এবং বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে নিয়োজিত (ওএসডি) ২২ জন কর্মকর্তা-কর্মচারীর মাঝে চাকরি হারানোর আতঙ্ক দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার ওই ১২ জন কর্মকর্তাকে চাকরিচ্যুত করার আদেশ হাতে হাতে পৌঁছে দেওয়ার পর থেকেই অস্থিরতায় দিন কাটছে তাদের। তাদেরও একই পরিণতি ভোগ করতে হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। ২২ জন কর্মকর্তা-কর্মচারী বর্তমানে সাময়িক বরখাস্ত এবং ওএসডি থাকার কথা স্বীকার করলেও তাদের ভবিষ্যৎ পরিণতি সম্পর্কে কিছু জানা নেই বলে দাবি করেছেন বিসিসির প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস। মেয়র সাদিক আবদুল্লাহর নেতৃত্বাধীন সিটি করপোরেশনের চতুর্থ পরিষদ দায়িত্ব নেওয়ার পর অনিয়ম-দুর্নীতিতে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের তাদের নির্ধারিত কর্মস্থল থেকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওএসডি) দায়িত্বে নিযুক্ত করেন। অনেককে সাময়িক বরখাস্ত করেন। এদের মধ্যে কয়েকজনকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করে বর্তমান পরিষদ। প্রথম দফায় কয়েকজনকে চাকরিচ্যুত করার পরও সাময়িক বরখাস্তকৃত এবং ওএসডি থাকা কর্মকর্তারা না শোধরানোয় গত ১৯ জুলাই বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও দুজন নির্বাহী প্রকৌশলীসহ ১২ জন কর্মকর্তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর