সোমবার, ১৬ আগস্ট, ২০২১ ০০:০০ টা

ভোগান্তি নেই পাটুরিয়ায়

মানিকগঞ্জ প্রতিনিধি

ভোগান্তি নেই পাটুরিয়ায়

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরির সংখ্যা বাড়ানোর কারণে ভোগান্তি কিছুটা কমেছে। অপর দিকে ফেরি সংকটে ভোগান্তি বেড়েছে আরিচা-কাজিরহাট নৌরুটে। এ ঘাট থেকে ফেরি নিয়ে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সংযুক্ত করায় এই নৌরুটে ভোগান্তি কমলেও ভোগান্তি  বেড়েছে আরিচা-কাজির হাট নৌরুটে। বর্তমানে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে  ১৮টি ফেরি চলাচল করছে অপর দিকে আরিচা-কাজিরহাট নৌরুটে মাত্র দুইটি ফেরি রয়েছে। শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে যানবাহন  চলাচল সিমিত  করায় এই নৌরুটে বেশি চাপ পড়েছে। গতকাল সকাল থেকেই পণ্যবাহী ট্রাক,যাত্রীবাহী বাস, ছোট গাড়িসহ বিভিন্ন যানবাহনের চাপ দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ কমতে থাকে। বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান  পাটুরিয়া দৌলতদিয়া  নৌরুটে  এখন ১৮টি ফেরি চলাচল করছে। ফেরির সংখ্যা বাড়াতে যানবাহন পারাপারে গতি বেড়েছে। ঘাটে কয়েকশত  ট্রাক পারের অপেক্ষায় রয়েছে সেই সঙ্গে আছে কিছু যাত্রীবাহী পরিবহন। ফেরি সংকটে আরিচা-কাজিরহাট নৌরুটে যানবাহন পারাপারে সমস্যা হচ্ছে। এ নৌরুটে আরেকটা ফেরি বাড়ানো হলে সমস্যা কেটে যাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর