মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১ ০০:০০ টা

চাঁদাবাজির অভিযোগে অনলাইন পোর্টালের সম্পাদক গ্রেফতার

মাগুরা প্রতিনিধি

মাগুরার মহম্মদপুরে জাঙ্গালিয়া গ্রামে অবস্থিত প্রধানমন্ত্রীর অগ্রাধিকার আশ্রয়ণ প্রকল্প-২ এর বাসিন্দাদের কাছে চাঁদা দাবির অভিযোগে মাগুরার সংবাদ নামে একটি অনলাইন পোর্টালের সম্পাদক আশরাফুল আলম সাগর নামে এক যুবককে গ্রেফতার করেছে মহম্মদপুর থানা পুলিশ। থানার ওসি নাসির উদ্দিন জানান, গত রবিবার রাতে গ্রেফতারকৃত আসামি আশরাফুল আলম সাগর তার সহযোগী আবদুল্লাহ লাল কালো একটি মোটরসাইকেল নিয়ে জাঙ্গালিয়া গ্রামে অবস্থিত আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের কাছে আসে। এ সময় আসামি সাগর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ওবায়দুল্লাহর ঘরে ঢুকে ওবায়দুল্লাহসহ কয়েকজনকে ডেকে একত্রিত করে জানায় তোমাদের আবাসস্থল খুব নিম্নমানের। আমাকে ঘর প্রতি ১০ হাজার টাকা দাও আমি তোমাদের আরও সুন্দর ও বড় ঘরের ব্যবস্থা করে দেব। এ সময় আসামিরা তাদের পকেট থেকে কাগজ বের করে বলে এখানে স্বাক্ষর করে দিলে প্রধানমন্ত্রী বরাবর পাঠানো হবে। তারা রিমা রানী নামে আশ্রয়ণ প্রকল্পের এক বাসিন্দার স্বাক্ষর নেয়। আসামিরা প্রতারণার মাধ্যমে চাঁদা দাবি করছে। বিষয়টি বুঝতে পেরে তাদের প্রতিরোধের চেষ্টা করে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা।

বাসিন্দারা মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশকে সংবাদ দিতে গেলে আসামিরা তাদের পকেট থেকে ছুরি বের করে এলোপাতাড়িভাবে আঘাত করতে থাকে। আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের ডাকচিৎকারে আদর্শপাড়ার লোকজন এগিয়ে এলে আসামি আবদুল্লাহ কৌশলে পালিয়ে যায়। তবে আসামি আশরাফুল আলম সাগরকে এলাকাবাসী আটক করে। পরে পুলিশ ঘটনাস্থল এসে আশরাফুল আলম সাগরকে গ্রেফতার করে। এ বিষয়ে গতকাল সকালে আশরাফুল আলম সাগর ও আবদুল্লাহকে আসামি করে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ওবায়দুল্লাহ বাদী হয়ে থানায় মামলা করেছেন। উল্লেখ্য, আশরাফুল আলম সাগর মাগুরার সংবাদ নামে একটি অনলাইন পোর্টালের সম্পাদক সেজে দীর্ঘদিন ধরে মহম্মদপুর উপজেলার বিভিন্ন মানুষের কাছ থেকে চাঁদাবাজি করত বলে অভিযোগ আছে।

সর্বশেষ খবর