মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১ ০০:০০ টা

শেফালীর ভাগ্যে জোটেনি প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

শেফালীর ভাগ্যে জোটেনি প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি

প্রধানমন্ত্রীর উপহার একটি সরকারি বাড়ি শেফালীর ভাগ্যে জোটেনি। স্বামী ও পিতার মৃত্যুর পর তাদের রেখে যাওয়া বসতভিটায় থাকার জায়গা না পেয়ে ১২ বছরের মেয়ে সন্তানকে নিয়ে আশ্রয় নিতে হয়েছে চিলাহাটি রেলস্টেশনে। শেফালী ভোগডাবুরী ইউনিয়নের বৌ-বাজার এলাকার আব্দুর রহমানের স্ত্রী। আব্দুর রহমানের মৃত্যুর পর তার প্রথম পক্ষের স্ত্রী ও ছেলে-মেয়েরা তাকে তাড়িয়ে দেয়। শিশু মেয়েকে নিয়ে শেফালী কেতকীবাড়ি ইউনিয়নের বোর্ড বাজার এলাকায় পিতা আব্দুল হকের রেখে যাওয়া বসতভিটায় থাকার জায়গা পায়নি। শেফালী দীর্ঘদিন থেকে আশ্রয়হীন হয়ে পড়ে থাকলেও তাকে দেখার কেউ নাই। কান্নাজড়িত কণ্ঠে শেফালী বলেন, ‘সব কিছু হারিয়ে ছোট মেয়েটিকে নিয়ে একটি বাড়ি পাওয়ার আশায় ইউনিয়ন চেয়ারম্যানের কাছে আবেদন করি। মোর নামে কোনো জমি না থাকায় চেয়ারম্যান সাহেব সরকারি বাড়ি দেন নাই। তাই মুই গত বছরের ১০ অক্টোবর দুই শতক খাস জমিসহ প্রধানমন্ত্রীর উপহারের একটি বাড়ির জন্য ইউএনও স্যারের কাছে লেখিত অভিযোগ দিয়া আসচু।

এতদিন পার হয়ে গেলেও এখনো মোর কপালোত জুটেনী সরকারি বাড়ি। বাকি জীবনটা এই ভাবে মোক কাটাতে হবে রেলস্টেশনের প্লাটফর্মে । তবে মোর মেয়েটি বড় হলে কি হবে।’ কেতকীবাড়ি ইউপি চেয়ারম্যান জহুরুল হক দিপু বলেন, শেফালীর নামে কোনো জমি নাই ঘর কোথায় তুলিয়া দিব।  

সর্বশেষ খবর