বুধবার, ১৮ আগস্ট, ২০২১ ০০:০০ টা

৬৪ কোটি টাকার কারেন্ট জাল জব্দ, আটক ৩

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদরে কোস্টগার্ডের অভিযানে প্রায় ৬৪ কোটি টাকা মূল্যের ২ কোটি ৪ লাখ ৪০ হাজার মিটার কারেন্ট ও ৬ হাজার ৮৪০ পিস চায়না চাই জাল জব্দ করা হয়েছে। সোমবার দিবাগত রাত ১টা থেকে গতকাল দুপুর পর্যন্ত সদর উপজেলার মুক্তারপুরে সাতটি জাল তৈরির কারখানায় অভিযান চালিয়ে এ অবৈধ জাল জব্দ করেন কোস্টগার্ড পাগলা স্টেশনের সদস্যরা। অভিযানে কারেন্ট জাল তৈরির সঙ্গে জড়িত তিন কারখানা শ্রমিককে আটক করা হয়েছে। কোস্টগার্ড জানিয়েছে, অবৈধ এ কারেন্ট জাল উৎপাদনকারী কারখানা মালিকদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোস্টগার্ড পাগলা স্টেশন কমান্ডার লে. এম আশমাদুল ইসলাম জানান, গোপন খবরের ভিত্তিতে মুক্তারপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ড. আলীম, উপজেলা মৎস্য কর্মকর্তা এম টিপু সুলতান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফ। পরে জব্দ এ কারেন্ট জাল নদীর পাড়ে স্থানীয়দের উপস্থিতিতে পুড়িয়ে নষ্ট করা হয়।

সর্বশেষ খবর