বুধবার, ১৮ আগস্ট, ২০২১ ০০:০০ টা

ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিয়ে

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের হস্তক্ষেপে গত সোমবার রাতে একটি বাল্যবিয়ে বন্ধ হয়েছে। এলাকাবাসী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কালিয়াকৈরের পাবুরিয়াচালা এলাকার আলতাব হোসেনের সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়ের সঙ্গে পারিবারিকভাবে শ্রীপুর মাওনার সফিকুল ইসলামের বিয়ে ঠিক হয়। সোমবার রাতে তাদের বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে ইউএনওসহ উপজেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তা রাত সাড়ে ১২টার দিকে ওই ছাত্রীর বাড়ি যান। প্রশাসনের লোকজনের উপস্থিতি টের পেয়ে বর ও কনে পক্ষের লোক পালিয়ে যায়।

এ সময় উপজেলা প্রশাসনের লোকজন কনের বাড়ি থেকে এক স্বজনকে উপজেলায় নিয়ে আসেন এবং কনের পরিবারকে ডেকে পাঠান। পরে মেয়ের বাবা, স্থানীয় ইউপি সদস্যসহ কয়েকজন উপজেলায় আসেন। তারা ১৮ বছরের আগে মেয়ের বিয়ে দেবেন না মর্মে মুচলেকা দেন। ইউএনও তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, উপজেলার যেখানেই বাল্যবিয়ের খবর পাব, সেখানে গিয়ে তা বন্ধ করে দেওয়া হবে।

সর্বশেষ খবর