বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

সংক্ষিপ্ত

নদীভাঙনকবলিত এলাকা ঝুঁকিমুক্ত করার কাজ চলছে : শামীম

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশের নদীভাঙনে ঝুঁকিপূর্ণ এলাকা ঝুঁকিমুক্ত করার লক্ষ্যে মহামারী করোনার মধ্যেও সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পানিসম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। চলতি বছর পানিসম্পদ মন্ত্রণালয় ও পাউবোর প্রচেষ্টায় হাওড় অঞ্চলের কৃষকরা সঠিক সময়ে ফসল ঘরে তুলতে পেরেছে। সারা দেশে নদী ভাঙনকবলিত এলাকা ঝুঁকিমুক্ত করতে পর্যায়ক্রমে স্থায়ী প্রকল্প করা হচ্ছে। ইতিমধ্যেই অনেক এলাকা ভাঙনের হাত হতে রক্ষা পেয়েছে। এর ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। গতকাল শরীয়তপুরের জাজিরা উপজেলার জাজিরা, পূর্ব নাওডোবা, পালেরচর, বড়কান্দি, বিলাসপুরের নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।   

-শরীয়তপুর প্রতিনিধি

 

মামলার প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ 

গাজীপুরের টঙ্গীর ভাদাম এলাকায় ক্রসলাইন নিট ফেব্রিক্স কারখানা কর্তৃক শ্রমিক ছাঁটাই ও শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল মানববন্ধন ও বিক্ষোভ করেছে শ্রমিকরা।

শ্রমিকরা জানায়, কারখানার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সম্প্রতি ১৭ শ্রমিককে বরখাস্ত করেন কর্তৃপক্ষ। এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা ফের আন্দোলন করেন। পরে কারখানা কর্তৃপক্ষ শতাধিক শ্রমিককে সাময়িক বরখাস্ত এবং কারখানা ভাঙচুরের অভিযোগে টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন। একই ঘটনায় পুলিশ আহত হওয়ার ঘটনায় শিল্প পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করেন। এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা গতকাল টঙ্গী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেন। টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান।          -টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

 

শিশু অপহরণ মামলায় গ্রেফতার ২ 

নারায়ণগঞ্জের ফতুল্লায় সোহাগ নামে এক শিশু অপহরণের অভিযোগে মামলা হয়েছে। গতকাল ফতুল্লা মডেল থানায় শিশুটির মা হাজেরা বেগম মামলাটি দায়ের করেন। এ ঘটনায় পুলিশ প্রসেনজিত (১৫) ও আবদুল মজিদকে (১৫) গ্রেফতার করেছে। অপহৃত সোহাগ (১২) দেওভোগ মাদরাসা এলাকার হাসেমবাগের করিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত শহিদুল ইসলামের ছেলে।             -নারায়ণগঞ্জ প্রতিনিধি

 

নৌকাডুবি, চিকিৎসকের লাশ উদ্ধার

ময়মনসিংহের ভালুকায় পিকনিকের নৌকাডুবিতে নিখোঁজ চিকিৎসকসহ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে খীরু নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। এর চার ঘণ্টা পর নিহত ব্যবসায়ীর এবং ১৮ ঘণ্টা পর গতকাল চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ডাক্তার অমিত কুমার রায় (৩২) গাজীপুর জেলা সদরের এবং তানভীর আহাম্মেদ (৩০)  ভালুকা উপজেলার বাসিন্দা।       -গাজীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর