শুক্রবার, ২০ আগস্ট, ২০২১ ০০:০০ টা

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের তিন প্রবাসী নিহত

স্বাজনদের আহাজারি

হবিগঞ্জ প্রতিনিধি

সৌদি আরবের তাবুক শহরে সড়ক দুর্ঘটনায় নিহত ছয় বাংলাদেশি শ্রমিকের মধ্যে তিনজন হবিগঞ্জের। তারা হলেন বানিয়াচং উপজেলার মক্রমপুরের আবুল হোসেনের ছেলে বাজিদ মিয়া (৪০), উস্তার মিয়ার ছেলে আনহার মিয়া (২৪) ও সদর উপজেলার লুকড়া গ্রামের সালাউদ্দিন (২৪)। তাদের পরিবারে চলছে মাতম। সূত্র জানায়, বাজিদ মিয়া তিন বছর আগে সৌদি আরবে যান। তাবুকের এক কফিলের মাধ্যমে শ্রমিকের কাজ করছিলেন। পাঁচ-ছয় মাস আগে যান আনহার। তিনি বাজিদ মিয়ার সঙ্গে তাবুক শহরেই অবস্থান নেন। প্রতিদিনের মতো তারা তিনজনসহ ১১ সহকর্মী গত মঙ্গলবার সকালে কর্মস্থলে যান। কাজ শেষে সন্ধ্যায় মাইক্রোবাসে বাসায় ফিরছিলেন। চলন্ত অবস্থায় চালক মোবাইল ফোনে কথা বলছিলেন। তখন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে আনহার মিয়া, সালাউদ্দিন, চালকসহ পাঁচ সহকর্মী নিহত হন। বাজিদ মিয়াসহ অন্য গুরুতর আহতদের স্থানীয়রা পুলিশের সহযোগিতায় হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান বাজিদ মিয়া। অন্যদের অবস্থাও আশঙ্কাজনক। এর মধ্যে গুরুতর আহত বানিয়াচং উপজেলার বলাকীপুর গ্রামের তাইদুল ইসলামকে আইসিইউতে নেওয়া হয়েছে। তাদের মৃত্যুসংবাদে স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে।

সর্বশেষ খবর