শুক্রবার, ২০ আগস্ট, ২০২১ ০০:০০ টা

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল ব্যাহত, দুর্ভোগ

মানিকগঞ্জ ও রাজবাড়ী প্রতিনিধি

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল ব্যাহত, দুর্ভোগ

দৌলতদিয়া ঘাটে গাড়ির দীর্ঘ লাইন

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে গতকাল পারাপারের অপেক্ষায় ছিল কয়েকশ যানবাহন। শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় চাপ বেড়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে। তাছাড়া নদীর তীব্র স্রোতে ফেরির ট্রিপ সংখ্যা কমে গেছে। নদী পারাপারে এখন অতিরিক্ত সময় ব্যয় হচ্ছে। ফলে এই নৌরুটে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। গতকাল সকাল থেকেই যানবাহনের চাপ দেখা দেয়। ঘাটে আটকা পড়া যাত্রী এবং শ্রমিকরা দুর্ভোগ পোহান। বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি বন্ধ থাকায় এই নৌরুটে  যানবাহনের চাপ পড়েছে। এদিকে ঘাটের রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে ভোগান্তি চরম আকার ধারণ করছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে ফেরির নাগাল পাচ্ছে যাত্রীবাহী বাস। দুই থেকে তিন দিন অপেক্ষা করে ফেরি পাচ্ছে পণ্যবাহী ট্রাক। রাজবাড়ীর ট্রাফিক ইন্সপেক্টর তারক চন্দ্র পাল বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রীর চাপ বেড়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক জামাল হোসেন বলেন, স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। তাছাড়া শিমুলিয়া-বাংলাবাজার ফেরি বন্ধ থাকায় তাদের বেগ পেতে হচ্ছে।

সর্বশেষ খবর