শুক্রবার, ২০ আগস্ট, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

ডেল্টা প্ল্যান বাস্তবায়ন হলে নদী ভাঙন থাকবে না : শামীম

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী প্রজন্ম নিয়ে ভাবেন।  তিনি আগামীর বাসযোগ্য বিশ্বমানের বাংলাদেশ গড়তে দূরদর্শী পদক্ষেপ নিয়ে থাকেন। সেজন্য ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন। এই মহাপরিকল্পনার সিংহভাগ কাজই বাস্তবায়ন করবে পানিসম্পদ মন্ত্রণালয়। এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে সারা দেশে নদী ভাঙন ও জলাবদ্ধতার কোনো সমস্যা থাকবে না। গতকাল শরীয়তপুরের আলুরবাজার ফেরিঘাট ও চাঁদপুরের হরিণা ঘাটসহ বিভিন্ন এলাকায় পানিসম্পদ মন্ত্রণালয় ও পাউবোর চলমান প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। -চাঁদপুর ও শরীয়তপুর প্রতিনিধি

 

ছেলে হত্যার বিচার চাইতে গিয়ে পিতা খুনে মামলা, গ্রেফতার ১

গাজীপুরে ছেলে হত্যার বিচার চাইতে গিয়ে পিতা খুনের ঘটনায় জিএমপি সদর থানায় মামলা হয়েছে। বুধবার রাতে নিহতের স্ত্রী শেফালী বেগম পাঁচজনের নামে মামলাটি করেন। মামলার আসামিরা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের বাহাদুরপুর তুলসীভিটা এলাকার মোজাম্মেল, আলমগীর, রুবেল ও হান্নান। পুলিশ জানায়, মামলার আসামি আলমগীরকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। এজাহারে বাদী অভিযোগ করেন, বুধবার আসামিরা তার স্বামীকে মারধর করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। -গাজীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর