শুক্রবার, ২০ আগস্ট, ২০২১ ০০:০০ টা

গাইবান্ধায় নৈশকোচে ডাকাতি চালক-সহকারীসহ আহত ৪

গাইবান্ধা প্রতিনিধি

রংপুর-ঢাকা মহাসড়কের গাইবান্ধায় বুধবার দিবাগত গভীর রাতে ডিপজল এন্টারপ্রাইজের একটি নৈশকোচে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় বাসের চালক ও তার সহকারীসহ চারজন আহত হন। ডাকাতরা নগদ ২ লক্ষাধিক টাকা ও ১০-১২টি মোবাইল ফোন লুট করে। আহতরা হলেন- বাসচালক ইসলাম মিয়া, তার সহকারী আবদুল মোত্তালিব, সুপারভাইজার শরিফুল ইসলাম ও যাত্রী ফয়সাল মিয়া। ঘটনার শিকার বাসযাত্রী অন্তর মিয়া জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী বাসটিতে রাত ৩টার দিকে ডাকাত হানা দেয়। বগুড়ার মোকামতলা এলাকায় অস্ত্রের মুখে চালককে জিম্মি করে বাসটির নিয়ন্ত্রণ নেয় তারা। এরপর চলন্ত বাসে প্রায় ঘণ্টাব্যাপী লুটপাট চালায়। গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার একবারপুর বত্রিশমাইল এলাকায় নেমে যায় দুর্বৃত্তরা। গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর গ্রামের রানা মিয়া নামে অপর এক যাত্রী জানান, ডাকাতরা তার মুখে ও মাথায় আঘাত করে সঙ্গে থাকা ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। একবারপুর বত্রিশমাইল এলাকায় ডাকাতরা নেমে যায়। পরে বাসটি সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট বাজারে থামান চালক। বাসচালক ইসলাম মিয়া বলেন, ডাকাতরা যাত্রীবেশে গাড়িতে ওঠে। মোকামতলা এলাকায় পৌঁছলে তারা আমার ডান হাতে ছুরিকাঘাত করে বাসের নিয়ন্ত্রণ নেয়। এ ছাড়া আমার সহকারী এবং সুপারভাইজার বাধা দিলে তাদেরও ছুরিকাঘাত করে।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি সেরাজুল হক বলেন, বাসচালক ও সুপারভাইজাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় বাসের যাত্রী রানা শেখ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

 

সর্বশেষ খবর