রবিবার, ২২ আগস্ট, ২০২১ ০০:০০ টা

চট্টগ্রামে কমছে সংক্রমণ কমছে না মৃত্যু

সরকারি-বেসরকারি ১১ ল্যাবে চলছে করোনার নমুনা পরীক্ষা

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রামে কমছে সংক্রমণ কমছে না মৃত্যু

চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ সংখ্যা কমছে। এক দিনের ব্যবধানে সংক্রমণের সংখ্যা অর্ধেকে নেমেছে। কিন্তু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমছে না। প্রতিদিনই নতুন করে মৃত্যুর ঘটনা ঘটছে। চট্টগ্রামে এখনো প্রতিদিন ছয় থেকে নয়জন পর্যন্ত মারা যাচ্ছে। গত সোমবার এক দিনেই মৃত্যু হয় নয়জনের। জানা যায়, জুলাই মাসের শুরু থেকে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ার পর চট্টগ্রামে আক্রান্ত ও মৃত্যু দুটোই ঘোড়দৌড়ে চলেছিল। প্রতিদিন গড়ে নতুন করে আক্রান্ত হয় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ পর্যন্ত এবং মারা গেছে ১২ থেকে ১৬ জন পর্যন্ত। তখন নমুনা পরীক্ষার তুলনায় ৩৯ শতাংশ পর্যন্ত আক্রান্ত হয়েছিলেন। তবে গত বৃহস্পতিবার থেকে চট্টগ্রামে সংক্রমণ হার কমছে। কিন্তু এখনো মৃত্যুর সংখ্যা কমেনি। চট্টগ্রামে গত ১৫ আগস্ট এক দিনে আক্রান্ত হন ২৩০ জন ও মারা যান সাতজন। গত ১৪ আগস্ট আক্রান্ত হন ৪৯৮ জন ও মারা যান পাঁচজন। গত ১২ আগস্ট আক্রান্ত হন ৬১৬ জন এবং মারা যান আটজন। গত ১১ আগস্ট আক্রান্ত হন ৫৮৯ জন ও মারা যান ১০ জন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত কয়েক দিন ধরে সংক্রমণ কমছে। এটি সুখের খবর। তবে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমছে না। আশা করছি, আস্তে আস্তে মৃত্যুর সংখ্যাও কমে আসবে। এখন সবার জন্য জরুরি হলো স্বাস্থ্যবিধি মানা, অবশ্যই মাস্ক পরা এবং সরকারি নির্দেশনা মেনে চলা। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের কনসালটেন্ট (মেডিসিন) ডা. এইচ এম হামিদুল্লাহ মেহেদী বলেন, আক্রান্ত কমলেও মৃত্যু কমছে না। এটার অন্যতম কারণ হলো, এখন অনেকেই আক্রান্ত হওয়ার পর বাসায় বসে চিকিৎসা নিচ্ছেন। বাসায় বসেই সংক্রমণটা বৃদ্ধি পায়। যখন হাসপাতালে আসে, ততদিনে রোগীর অবস্থা খারাপের দিকে যেতে থাকে। অনেকের অক্সিজেন দরকার হয়, অনেকের আইসিইউ সাপোর্টও লাগে। তাই উপসর্গ দেখা দিলেই বিলম্ব না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, চট্টগ্রামে গতকাল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন নয়জন এবং নতুন করে শনাক্ত হয় ৪৩৮ জন। গত সোমবার পর্যন্ত চট্টগ্রামে মোট আক্রান্ত হন ৯৫ হাজার ১১৬ জন। এর মধ্যে মহানগরে ৭০ হাজার ৫৪ জন এবং উপজেলায় ২৫ হাজার ৪৬২ জন। ইতিমধ্যে মারা গেছেন ১ হাজার ১৩৯ জন। এর মধ্যে মহানগরে ৬৫৩ জন ও উপজেলায় ৪৮৬ জন। চট্টগ্রামে সরকারি-বেসরকারি ১১টি ল্যাবে নমুনা পরীক্ষা চলছে।

সর্বশেষ খবর