রবিবার, ২২ আগস্ট, ২০২১ ০০:০০ টা

ছাত্রলীগ নেতা নিহতের ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ আসামি ৩২

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

ছাত্রলীগ নেতা নিহতের ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ আসামি ৩২

কক্সবাজারের চকরিয়ায় জমির বিরোধ নিয়ে প্রতিপক্ষের গুলিতে সাবেক ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন নোবেল হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার নিহতের ছোট ভাই মামুনুর রশীদ বাদী হয়ে এ হত্যা মামলা করেন। মামলায় মাতামুহুরী সাংগঠনিক আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক মো. খলিল উল্লাহ চৌধুরীকে হকুমের অভিযোগ এনে প্রধান আসামি করে ২০ জনের নাম উল্লেখপূর্বক ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার সকালে এজাহারনামীয় তিন আসামিকে বাদীপক্ষের লোকজনের সহায়তায় চট্টগ্রামের একটি বাসা থেকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- বিএমচর  ইউনিয়নের দিয়ারচর গ্রামের নুরুল আলম, একই ইউনিয়নের রিয়াজুল ইসলাম  ও হেলাল উদ্দিন। চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, এজাহারনামীয় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে। প্রসঙ্গত, গত মঙ্গলবার দুপুরে চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলায় জমি নিয়ে বিরোধের জের ধরে স্থানীয় সন্ত্রাসীরা নাসির উদ্দিন নোবেলকে গুলি করে হত্যা করেন। এ সময় আরও ১২ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। আহতরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে আজিজুল হক নামে এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে আহতের পরিবারসূত্রে জানা গেছে।

সর্বশেষ খবর