রবিবার, ২২ আগস্ট, ২০২১ ০০:০০ টা

বাংলাবাজার-শিমুলিয়ায় ঝুঁকি নিয়ে চলছে লঞ্চ

প্রতিদিন ডেস্ক

বাংলাবাজার-শিমুলিয়ায় ঝুঁকি নিয়ে চলছে লঞ্চ

ধাক্কাধাক্কি করে লঞ্চে উঠছেন যাত্রীরা

নদীতে তীব্র স্রোতের কারণে চার দিন ফেরি চলাচল বন্ধ রয়েছে বাংলাবাজার-শিমুলিয়া রুটে। ফলে এ নৌরুটে চলাচলকারী লঞ্চে বেড়েছে যাত্রীর চাপ। স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে অতিরিক্ত যাত্রী বোঝাই করে ঝুঁকি নিয়ে পারাপার করছে লঞ্চ। এদিকে যানবাহনের চাপ বেশি থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। প্রতিনিধিদের খবর- মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সীগঞ্জের শিমুলিয়া নৌপথে যাত্রী পারাপারে এখন ভরসা লঞ্চ। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লঞ্চঘাটে যাত্রীর ভিড় লেগেই থাকে। ফেরি বন্ধ থাকায় লঞ্চে দক্ষিণাঞ্চলগামী যাত্রীর চাপ বেড়েছে।  গাদাগাদি করে অতিরিক্ত যাত্রী পারাপার করেছে লঞ্চগুলো। প্রতিটি লঞ্চে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী তোলা হচ্ছে। রয়েছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। একাধিক যাত্রী বলেন, ঘাটে লঞ্চ ভেড়ামাত্র সবাই হুমড়ি খেয়ে পড়ছেন। এ সুযোগ কাজে লাগিয়ে প্রতিটি লঞ্চে অতিরিক্ত যাত্রী ওঠানো হচ্ছে। পদ্মায় তীব্র স্রোত আর ঢেউ থাকায় ঝুঁকি নিয়েই চলছে লঞ্চ। এদিকে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জে পাটুরিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী পরিবহণের চাপ সামালাতে হিমসিম খাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আগে গড়ে প্রতিদিন এর নৌরুট দিয়ে প্রায় ২৫০০ যানবাহন পারাপার করা হলেও বর্তমানে সেই সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এ রুট দিয়ে তিন হাজার ৭৮২টি যানবাহন পারাপার করেছে।

সর্বশেষ খবর