রবিবার, ২২ আগস্ট, ২০২১ ০০:০০ টা

২০ মাস পর ‘মৃত’ যুবক জীবিত উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ডোমেরহাট গ্রামে ওয়াসিম জাহান তৌহিদ স্ত্রীর করা যৌতুক ও ভরণপোষণ মামলা থেকে বাঁচতে আত্মগোপন করেন। পরে নিজের ভাইকে দিয়ে স্ত্রী, শ্বশুর, শাশুড়িসহ সাতজনের বিরুদ্ধে আদালতে তাকে অপহরণ ও হত্যা মামলাও করান। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিআইবি) ঘটনার ২০ মাস পর গত বৃহস্পতিবার গাজীপুর থেকে ওয়াসিম জাহানকে গ্রেফতার করে। গতকাল পিবিআই এ তথ্য জানায়। মামলা তদন্তকারী কর্মকর্তা গাইবান্ধা পিবিআইর পুলিশ পরিদর্শক আবদুর রাজ্জাক জানান, ২০১৯ সালে সন্তানের ভরণপোষণ দাবি করে স্ত্রী জান্নাতি সুন্দরগঞ্জ পারিবারিক জজ আদালতে তৌহিদের বিরুদ্ধে মামলা করেন। মামলার দায় এড়াতে তৌহিদ আত্মগোপনে যান। একই বছরের ৮ ডিসেম্বর ভাই মানজুমুল হুদাকে দিয়ে স্ত্রী, শ্বশুর, শাশুড়িসহ সাতজনের বিরুদ্ধে তাকে অপহরণ ও হত্যা মামলা করান তৌহিদ। গত বছরের ৩০ জানুয়ারি আদালত  অভিযোগ তদন্তে পিবিআইকে নির্দেশ দেয়।

সর্বশেষ খবর