শিরোনাম
সোমবার, ২৩ আগস্ট, ২০২১ ০০:০০ টা

ডোবা থেকে মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার

ফেনী প্রতিনিধি

ফেনীর দাগনভূঞায় একটি ডোবা থেকে আরাফাত হোসেন (১০) নামে এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে জেলার দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মোমারিজপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে নিহতের স্বজনদের অভিযোগ, শিশু আরাফাত হোসেনকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। শিশু আরাফাত সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের ছয়আনি গ্রামের কাতার প্রবাসী পানা উল্যার ছেলে ও চরলক্ষীগঞ্জ মরহুম সামছুল হক নুরানী হাফেজিয়া মাদরাসা ও এতিম খানার হেফজ বিভাগের ছাত্র। পুলিশ জানায়, আরাফাত হোসেন মাদরাসার হোস্টেলে থেকেই পড়ালেখা করত। ঘটনার সময়ও সে মাদরাসায় ছিল। গতকাল শিশুর মৃতদেহ ডোবায় পড়ে আছে এমন তথ্য মাদরাসার পক্ষ থেকে শিশুর পরিবারকে জানায়। একপর্যায় ঘটনাস্থলে গিয়ে লাশ দেখতে পায় স্বজনরা। ডোবাটি মাদরাসার পাশে হলেও দাগনভূঞা উপজেলায় পড়েছে। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

 ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত শিশুর মামা আবদুল্লাহ আল মনসুর অভিযোগ করেন তার ভাগিনা আরাফাতকে মাদরাসা কর্তৃপক্ষ শারীরিক নির্যাতন করে হত্যার পর লাশ গুম করার উদ্দেশে ডোবায় ফেলে রাখে। নিহত আরাফাতের শরীরে জখমের চিহ্ন রয়েছে বলে জানান তিনি। এ ছাড়া সে মেধাবী ও সরলমনা ছাত্র ছিল দাবি তার। নিহতের চাচা ইমাম হোসেন জানান, আরাফাত সাঁতার জানত, তাছাড়া ডোবাতে কোমর সমান পানি রয়েছে ও তার পেটে কোনো পানি নেই, সুতরাং সে পানিতে ডুবে মরতে পারে না। তাকে বলাৎকার করতে ব্যর্থ হয়েও এই ঘটনা মাদরাসার কেউ করতে পারে বলে তিনি জানান। এ ব্যাপারে দাগনভূঞা থানার উপ-পরিদর্শক যশমন্ত শাহা জানান, ঘটনাটি অধিকতর তদন্ত চলছে। আর ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

সর্বশেষ খবর