সোমবার, ২৩ আগস্ট, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

সড়কে প্রতিবাদী ক্লাস

বিশেষ ব্যবস্থায় শিক্ষার্থীদের টিকা দিয়ে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ময়মনসিংহে সড়কে বসে প্রতিবাদী ক্লাস করেছেন শিক্ষার্থীরা। গতকাল দুপুরে নগরীর টাউন হল মোড়ে প্রতীকী এ ক্লাসের আয়োজন করে প্রগতিশীল ছাত্র জোট। মুকুল নিকেতন বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোতাহার হোসেন এই  ক্লাসটিতে শিক্ষকতা করেন। পরে পুলিশি বাধা উপেক্ষা করে কর্মসূচিতে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সাধারণ সম্পাদক বাহাউদ্দীন শুভ এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নকীব। বক্তারা বলেন, করোনার অজুহাতে গত ১৭ মাস ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এর ফলে ইতিমধ্যে ৩০ ভাগের ওপরে শিক্ষার্থী পড়াশোনা ছেড়ে দিয়েছে। অসংখ্য নারী শিক্ষার্থী বাল্যবিয়ের শিকার হয়েছে। এ ছাড়াও অসংখ্য শিক্ষার্থী মোবাইল গেম, ইন্টারনেট, পর্নোগ্রাফিতে আসক্ত হয়েছে। সরকার অনলাইন শিক্ষা চালু আছে বলে যে ঢাকঢোল পেটাচ্ছে আদতে তা ফাঁকা বুলি। কারণ শতকরা ৭০-৮০ ভাগ শিক্ষার্থী অনলাইন শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। তাই অবিলম্বে বিশেষ ব্যবস্থায় শিক্ষার্থীদের টিকা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান বক্তারা।        -ময়মনসিংহ প্রতিনিধি

স্ত্রীকে ডিভোর্সের পর যুবলীগ নেতার দুধ দিয়ে গোসল

স্ত্রীকে ডিভোর্সের পর দুধ দিয়ে গোসল করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন অমিত রাজ নামে এক আওয়ামী যুবলীগ নেতা। দাম্পত্য কলহের জের ধরে তাদের মধ্যে ডিভোর্স হয়। ডিভোর্সের পর যুবলীগ নেতার দাদি মোনোয়ারা বেগম অমিত রাজকে দুধ দিয়ে গোসল করিয়ে দেন। স্ত্রীকে ডিভোর্সের পর দুধ দিয়ে গোসল করার ঘটনা এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামে। অমিত রাজ ওই গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সক্রিয় সদস্য।

অমিত রাজ ফোনে জানান, তার স্ত্রী পরকীয়ায় জড়িয়ে তিন মাস আগে পালিয়ে যায়। এ বিষয়ে তিনি থানায় জিডি করেছিলেন।       -টাঙ্গাইল প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর