বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

সংক্ষিপ্ত

সরকারি সম্পত্তি দখলমুক্ত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক প্রভাবশালীর দখলে থাকা প্রায় ৫ বিঘা সরকারি সম্পত্তি টিনের বেষ্টনী ভেঙে দখলমুক্ত করেছে প্রশাসন। গতকাল দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে সরকারি সম্পত্তি দখলমুক্ত করেন।  এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম জানান, ১নং খাস খতিয়ানভুক্ত জমি ৮২ শতাংশ ও শীতলক্ষ্যা নদীর জমি মিলিয়ে প্রায় ৫ বিঘা সম্পত্তিতে স্থানীয় এলাকাবাসী সবজি, আখসহ বিভিন্ন সবজি চাষাবাদ করত। প্রায় ৭ কোটি টাকা মুল্যেও সম্পত্তিগুলো এক ব্যক্তি তার নিয়োজিত লোকজনকে দিয়ে টিনের বেষ্টনী স্থাপন করে দখলে নিয়ে নেয়। আর এ ব্যাপারে স্থানীয় এলাকাবাসী উপজেলা প্রশাসনকে অবহিত করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ নুসরাত জাহানের নির্দেশক্রমে তারা ঘটনাস্থলে পরিদর্শন করে সত্যতা পান। -রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 

 

পুলিশের বাধায় স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি পণ্ড

নারায়ণগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের দুটি থানা ও পৌর ইউনিটের কর্মিসভা পুলিশের বাধায় করতে পারেনি সংগঠনটি। কর্মিসভায় যোগ দিতে এসে আটক হয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আলী আহমেদ। গতকাল দুপুরে শহরের মাসদাইর এলাকায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি  তৈমুর আলম খন্দকারের বাড়ির মজলুম মিলনায়তনে এ কর্মসূচি হবার কথা ছিল। সেখানে স্বেচ্ছাসেবক দলের সোনারগাঁও, রূপগঞ্জ, তারাব পৌরসভাসহ কয়েকটি ইউনিটের কর্মিসভায় জন্য স্থান নির্ধারিত ছিল। সকাল থেকে  নেতা-কর্মীরা আসতে থাকলেও পুলিশের বাধার কারণে কেউ মজলুম মিলনায়তনে প্রবেশ করতে পারেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, মজলুম মিলনায়তনে যাবার দুটি প্রবেশপথে পুলিশ অবস্থান  নেয়। পরে একদল নেতা-কর্মী প্রবেশের চেষ্টা করলে তাদেরকে লাঠিচার্জ করলে তারা সরে যায় বলে জানান জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম। -নারায়ণগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর