বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১ ০০:০০ টা

প্রতিবন্ধী ছাত্র চায় একটি হুইল চেয়ার

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

একটি হুইল চেয়ারের জন্য আকুতি জানিয়েছেন ডোমারের প্রতিবন্ধী কামাল। সে হুইল চেয়ারে বসে স্কুল যেতে চায়। দিনমজুর পিতা-মাতার সময় নষ্ট করে তাদের কোলে চড়ে বিদ্যালয়ে যেতে চায় না। ডোমার উপজেলার পশ্চিম বোড়াগাড়ী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র প্রতিবন্ধী কামাল লেখাপড়ায় খুব আগ্রহী। বাবা-মায়ের কোলে চড়ে ৯ বছর ধরে বিদ্যালয় যাওয়া-আসা করছে সে। কামাল উপজেলার পশ্চিম বোড়াগাড়ী সবুজপাড়া গ্রামের আফছার আলীর ছেলে। আফছার আলী বলেন, ছোট বেলা থেকে কামালের স্কুলে যাওয়ার বায়না ছিল। তাই আমরা স্বামী-স্ত্রী যে যেদিন সময় পাই তাকে কোলে করে বিদ্যালয়ে দিয়ে আসি। এখন ছেলে বড় হয়েছে, আমাদের কষ্ট বুঝতে শিখেছে। এখন সে নিজেই হুইল চেয়ারে বসে স্কুল যেতে চায়। তাকে হুইল চেয়ার কিনে দেওয়ার সামর্থ্য আমার নেই। একটি হুইল চেয়ারের জন্য ছেলেকে কোলে নিয়ে সরকারি দফতরসহ জনপ্রতিনিধিদের কাছে ধর্না দিচ্ছি।

সর্বশেষ খবর