বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১ ০০:০০ টা

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট

গাজীপুর প্রতিনিধি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট

গাজীপুর থেকে টঙ্গী পর্যন্ত অংশে বিআরটি প্রকল্পের কাজ চলমান থাকায় এবং গতরাতে ভারী বৃষ্টির কারণে গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট লেগে যায়। এতে যানবাহন আটকা পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সময়মতো কোনো মানুষ পৌঁছাতে পারছেন না গন্তব্যস্থলে। মঙ্গলবারও এ ধরনের যানজটের সৃষ্টি হয়েছিল। এতে শিল্পনগরীর শ্রমিক ও অফিসগামী মানুষ পড়েন চরম ভোগান্তিতে। এছাড়া উল্টো পথে যানবাহন চলাচল ও অটোরিকশা, ইজিবাইক এবং ব্যাটারিচালিত রিকশার কারণে যানজটের সৃষ্টি হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার রাতে মহাসড়কের বিভিন্ন স্থানে ৬টি গাড়ি নষ্ট হয়ে যায়। এতে যান চলাচলে গতি কমে এক পর্যায়ে যানজটে রূপ নেয়। তাছাড়া বুধবার সকালে মহাসড়কের মালেকের বাড়ি এলাকায় দুটিসহ আরও কয়েক স্থানে গাড়ি বিকল হয়ে যায়। এসব কারণে সড়কের গাজীপুরা, বোর্ডবাজার, মালেকের বাড়ি, টঙ্গী, বাইপাস মোড় এলাকাসহ বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হয়। এ যান চলাচল গতকাল দুপুরের পর অনেকটা স্বাভাবিক হয়। বিকালে যান চলে গতি আসে। এছাড়া সড়কের বিভিন্ন অংশে লেন সংকোচন হয়ে পড়ায় যান চলাচলে ধীরগতি তৈরি হয়। গাজীপুর-ময়মনসিংহ রুটের বাস চালক এনামুল হক বলেন, এ সড়কে মেট্রো রেলের নির্মাণ কাজের কারছে দিনভর যানজট লেগেই থাকে। মহাসড়কে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার (উত্তর) মো. মাকসুদুর রহমান জানান, বিআরটিএ প্রকল্পের কাজ চলমান থাকায় এবং অতি বৃষ্টির কারণে মহাসড়কের বিভিন্ন স্থানে পানি জমে যায়। তাছাড়া বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে গর্তেরও সৃষ্টি হয়। এতে যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করতে পারে না। এ কারণে সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজটের ১৮ হয়। মঙ্গলবার রাতে বৃষ্টির কারণে সড়কে পানি জমার কারণে যানবাহন থেকে চলা শুরু করে। পরে তা যানজটে রূপ নেয়। বুধবার  যেড়ে ১১টার দিকে এ যানজট কমে আসে। এর পর থেকে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। তবে যানবাহন চলাচল স্বাভাবিক রাখকে পুলিশ কাজ করেছে।

সর্বশেষ খবর