শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১ ০০:০০ টা

মেঘনার তীর রক্ষা বাঁধ নির্মাণ দাবি

লক্ষীপুর প্রতিনিধি

লক্ষীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় ৩১ কিলোমিটার এলাকার মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ সেনাবাহিনীর মাধ্যমে করানোর দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল কমলনগর উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচির আয়োজন করে কমলনগর নদী শাসন সংগ্রাম পরিষদ। বক্তৃতা করেন অধ্যক্ষ আব্দুল মোতালেব, এম এ মজিদ, ওমর ফারুক সাগর প্রমুখ।

বক্তারা বলেন, মেঘনা নদীতে বিলীন হয়ে গেছে অসংখ্য স্কুল-কলেজ, মাদরাসা, মসজিদসহ অনেক হাটবাজার ও ব্যবসা প্রতিষ্ঠান। ভাঙনকবলিত বহু মানুষ এখন মানবেতর জীবনযাপন করছেন। এমন প্রেক্ষিতে সরকার সম্প্রতি ৩১ কিলোমিটার টেকসই বাঁধ নির্মাণের জন্য তিন হাজার একশ’ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এই কাজ দুর্নীতিমুক্তভাবে সঠিক নিয়মে সম্পন্ন করতে সেনাবাহিনীর মাধ্যমে করানোর দাবি জানান তারা।

সর্বশেষ খবর