শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

কিশোরী নির্যাতনের ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে ধর্ষণ চেষ্টার মামলা তুলে না নেওয়ায় কিশোরী ও তার মা-বাবাকে প্রকাশ্যে লাঠিপেটার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কুরছাপ পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। গতকাল নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ভুক্তভোগী কিশোরীর বাবা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, আসামিরা প্রথমে ভুক্তভোগী কিশোরীর মাকে লাঠিপেঠা করেন। এ সময় স্থানীয় কয়েকজন থামানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে ওই কিশোরীর মা অচেতন অবস্থায় পড়ে থাকেন। এর আগে গত ১৭ ও ১৮ আগস্ট ওই কিশোরী ও তার বাবাকে প্রকাশ্যে মারধর করে অভিযুক্তরা। -কুমিল্লা প্রতিনিধি

বিশ্বম্ভরপুরে জয়বাংলা চত্বর উদ্বোধন করলেন পীর মিসবাহ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জয়বাংলা চত্বর ও শহীদ মিনার উদ্বোধন করেছেন সদর আসনের এমপি ও বিরোধী দলের হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। উপজেলা পরিষদ প্রাঙ্গণে গতকাল বিশেষ উন্নয়ন প্রকল্পের অর্থায়নে মুজিববর্ষ উপলক্ষে নির্মিত এ চত্বর উদ্বোধন করা হয়। পরে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশবাজারে সুনামগঞ্জ-তাহিরপুর সড়কে ওয়াকওয়ে উদ্বোধন করেন পীর মিসবাহ। এ সময় উপস্থিত ছিলেন সাদিউর রহিম জাদিদ, ইকবাল হোসেন,  আবদুর রহমান প্রমুখ। -সুনামগঞ্জ প্রতিনিধি

১২ লাখ টাকায় হত্যার চুক্তি

গাজীপুরের কাপাসিয়ার সালুয়াটেকি এলাকার আলোচিত ইদ্রিস হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ হত্যায় জড়িত অভিযোগে কাপাসিয়ার শহরটোক এলাকার দুখু মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

মামলা তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক হাফিজুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুখু মিয়া জানায়, প্রধান আসামি জহির আহসান জাহিদের সঙ্গে সম্পত্তি নিয়ে তার মামা রবিন ভুইয়ার বিরোধ দেখা দেয়। নিহত ইদ্রিস জমি দখলে জাহিদের পক্ষ নেয়। এ কারণে রবিন আসামি দুখু মিয়াকে নিয়ে ইদ্রিসকে হত্যার পরিকল্পনা করে। এ হত্যাকান্ডের জন্য ১২ লাখ টাকা চুক্তি হয়। -গাজীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর