রবিবার, ২৯ আগস্ট, ২০২১ ০০:০০ টা

খেলার মাঠে সারা বছর কোমর পানি

নাটোর প্রতিনিধি

খেলার মাঠে সারা বছর কোমর পানি

নাটোরের লালপুর উপজেলার বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ। এ মাঠে সবশেষ কবে খেলা হয়েছে কেউ বলতে পারেন না। সারা বছর কোমর পানি থাকে মাঠটিতে। চারপাশে সুউচ্চ প্রাচীর থাকলেও নেই কোনো ফটক। অবাধে সেখানে চরে গর-মহিষ। এলাকাবাসী আবর্জনা ফেলার স্থান হিসেবেও ব্যবহার করেন এই মাঠ। সরেজমিনে গিয়ে দেখা যায়, কোমর পানিতে মহিষ বিচরণ করছে। একপাশে বড় একটি খড়ের গাঁদা। এছাড়া মাঠের পাশের রাস্তা ময়লা পানিতে ডুবে আছে। সেখান দিয়ে যাতায়াত করতে গিয়ে অনেকের চর্মরোগ দেখা দিয়েছে। এলাকার কয়েকজন যুবক জানান, আপনারা রিপোর্ট কইরি কী করবেন? সরকারি কর্মকর্তা, চেয়ারম্যান, সংসদ সদস্য সবাই আসেন, কতা দিয়িই চইলি যান। ফুটবল মাঠের কোনো উন্নতি হয় না। আব্দুল করিম নামে এক ব্যক্তি জানান, খেলাধুলা না থাকায় এই এলাকা মাদকের আড্ডাখানায় পরিণত হয়েছে। মাঠে খেলাধুলা করা গেলে তরণি-যুবকরা মাদকাসক্ত হতো না। স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু জানান, মাঠটি সংস্কারে প্রচুর অর্থ প্রয়োজন। বরাদ্দ না পেলে মাঠ সংস্কার করা সম্ভব নয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী জানান, মাঠটি সংস্কারের জন্য আমরা বরাদ্দ চেয়েছি। বরাদ্দ না পাওয়ায় সংস্কার করা সম্ভব হয়নি। নাটোর-১ আসনের এমপি শহিদুল ইসলাম বকুল বলেন, আমার মেয়াদকালেই মাঠটি সংস্কার করা হবে। এটি সংস্কারে ৫০-৬০ লাখ টাকা প্রয়োজন। এলাকা মাদকমুক্ত রাখার জন্য শিগগিরই খেলাধুলার উপযোগী করা হবে সরকারি এ মাঠ। তবে এলাকাবাসী আর কোনো প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন দেখতে চান।

 

সর্বশেষ খবর