রবিবার, ২৯ আগস্ট, ২০২১ ০০:০০ টা

সরকারি পুকুর ভরাট করে মার্কেট নির্মাণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সরকারি পুকুর ভরাট করে মার্কেট নির্মাণ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সরকারি পুকুর ভরাট করে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে কালইর বাজারের বেশ ক’জন  প্রভাবশালীর বিরুদ্ধে। এদিকে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ছুটির দিনে মার্কেট নির্মাণের কাজ অব্যাহত রেখেছে চক্রটি। অভিযোগে জনা গেছে, নাচোল-রহনপুর সড়কের কালইর বাজারের উত্তরে একটি সরকারি পুকুর রয়েছে যার হাল দাগ নং ১০১। পুকুরের দক্ষিণ পাড়ে পাকা রাস্তার পাশে ভরাট করে ইতিপূর্বে তিনটি দোকান ঘরের মধ্যে একটি দোকান ঘর তৈরি করেছেন এক প্রভাবশালী। তার বাড়ি কসবা ইউনিয়নের কলাবোনা গ্রামে। বর্তমানে ওই ব্যক্তি আরও দুটি দোকান ঘরের পজিশন বিক্রি করেছেন ১ লাখ টাকায়। এ ছাড়া কালইর গ্রামের এক ব্যক্তির কাছ থেকে সরকারি জায়গায় নির্মিত দুটি দোকান ঘরের পজিশন কিনেছেন কেন্দবোনা গ্রামের এক যুবক ও আখিলা গ্রামের আরেক যুবক। এদিকে পুকুরের ধারে আরসিসি পিলার তোলার ঘটনায় ইউএনও কাছে অভিযোগ করা হয়েছে।

ইউএনও সত্যতা নিশ্চিত করেছেন।

সময় কালইর বোবাডাঙ্গা গ্রামের আলহাজ্ব আবদুল করিম নামের এক ব্যক্তি নাচোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা বেগমের কাছে অভিযোগ করেন।  অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি এসি ল্যান্ড উভয় পক্ষকে ডেকে শুনানি করেন। মার্কেট নির্মাণের কাজ সম্পূর্ণরূপে বন্ধ রাখার নির্দেশনা প্রদান করেন। কিন্তু সরকারি নির্দেশনা না মেনে ছুটির দিনেও (শুক্র ও শনিবার) মার্কেট নির্মানের কাজ চালিয়ে যাচ্ছেন একরাম ও সেলিম রেজা নামে আরও দুই প্রভাবশালী। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, উভয় পক্ষের শুনানি শেষে মার্কেটের কাজ বন্ধ রাখার কথা বলা হয়েছে। এর পরেও যদি জোরপূর্বক মার্কেটের কাজ করা হয় তবে জেলা প্রশাসক এর অনুমতিক্রমে তা ভেঙে ফেলা হবে। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, পুকুর ভরাট করে মার্কেট নির্মাণ করা হলে সেটি ভেঙে ফেলা হবে।

সর্বশেষ খবর