সোমবার, ৩০ আগস্ট, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

শোকের মাস আগস্ট এলেই আমরা শঙ্কায় থাকি : মির্জা আজম

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, বাংলাদেশের উন্নয়ন আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সূত্রে গাঁথা। টানা ১২ বছর বাংলাদেশ যে অভূতপূর্ব উন্নয়নের মাধ্যমে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে তা শুধু শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণেই। স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গবন্ধু বাংলাদেশকে যেভাবে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছিলেন তাতে ভীত হয়ে স্বাধীনতাবিরোধীরা তাকে সপরিবারে হত্যা করেছিল। তাই শোকের মাস আগস্ট এলেই আমরা শঙ্কায় থাকি। কারণ অপশক্তি বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিহ্ন করতে এখনো তৎপর। বঙ্গবন্ধুর পরিবারকে নিরাপদ রাখতে সবাইকে সর্তক থাকতে হবে। মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় গতকাল প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ।     -জামালপুর প্রতিনিধি

 

ছুরিকাঘাতে শ্রমিক নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের পাশের সড়কে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে লিটন নামে এক শ্রমিক খুন হয়েছেন। শনিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত লিটন হবিগঞ্জের আজমীরিগঞ্জ থানার গৌরমনির ছেলে। এ ঘটনায় ২০ জনের বিরুদ্ধে গতকাল দুপুরে ফতুল্লা মডেল মামলা করেছেন নিহতের স্ত্রী শিখা রানী। মামলায় উল্লেখ করা হয়, খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের কাছে সুপার স্টার বাল্ব কারখানায় লিটন ও তার স্ত্রী শিখা হেলপার পদে কাজ করেন। শনিবার ডিউটি চলাকালে সহকর্মী মান্না দাসের সঙ্গে সজিব দাসের কারখানার ভিতরেই তর্কবিতর্ক। এর জেরে রাত ১০টার দিকে মান্না দাস ও সজিব দাস সন্ত্রাসী ভাড়া করে খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের পাশে কাঠেরপুল সড়কে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তখন সংঘর্ষের মাঝখানে পড়ে ছুরিকাঘাতে লিটন মারা যান।         -নারায়ণগঞ্জ প্রতিনিধি

 

মাদকাসক্ত ছেলের কাণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাবার বৈধ পিস্তল চুরি করে শামীম (৩০) নামে মাদকাসক্ত ছেলে বাড়িতেই ফাঁকা গুলি চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কালনী এলাকায় গতকাল এ ঘটনা ঘটে। শামীমের ভাই সেলিম জানান, শামীম মাদক সেবনের টাকার জন্য প্রায়ই বাড়িতে ভাঙচুর চালাতো। গত দুই দিন ধরে বাবা রফিকুল ইসলাম তার রেজিস্ট্রি করা পিস্তলটি খুঁজে পাচ্ছিলেন না। গত শনিবার রাত ১১টার দিকে শামীম তার কক্ষে একটি ফাঁকা গুলি ছুড়ে। এতে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে থানায় খবর দেয়। রবিবার সকালে সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম ও রূপগঞ্জ থানা পুলিশ শামীমকে কক্ষ থেকে পিস্তলসহ বের করার চেষ্টা করেন। এ সময়

পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা কক্ষে ঢোকার চেষ্টা করলে শামীম ফাঁকা গুলি চালায়। সন্ধ্যা সাড়ে ৭ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পিস্তলটি উদ্ধার করতে পারেনি পুলিশ।          -রূপগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর