সোমবার, ৩০ আগস্ট, ২০২১ ০০:০০ টা

মাছ উৎপাদনে উদ্বৃত্ত জেলা চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ মাছ উৎপাদনে উদ্বৃত্ত জেলা। এ জেলায় মোট মাছের চাহিদা ২৮ হাজার ৬৭২ মেট্রিক টন। আর জেলার নদ-নদী, খাল-বিল, পুকুর ও জলাশয় মিলিয়ে মোট মাছের উৎপাদন হয় ৩০ হাজার ৬৫৩ মেট্রিক টন। যা চাহিদার তুলনায় ১ হাজার ৯৪১ মেট্রিক টন বেশি। জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ পালন উপলক্ষে গতকাল চাঁপাইনবাবগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তার এসব কথা বলেন।

কার্যালয়ের সম্মেলনকক্ষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ আমিমুল হক এহসান এ তথ্য জানান। তিনি আরও জানান, প্রাকৃতিক জলাশয়গুলোকে মাছের আধার হিসেবে সংরক্ষণ করার পাশাপাশি বদ্ধ জলাশয়গুলোতে পুরনো ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষ করা হচ্ছে। তিনি আরও বলেন, এই জেলায় যুবক ও  নারীরাও মাছ চাষে এগিয়ে এসেছে। জেলার অভ্যন্তরে পুকুরসহ অসংখ্য জলাশয়ে মাছ চাষ করায় ইতিমধ্যে জেলার চাহিদা মিটিয়ে মাছ এখন বিভিন্ন জেলায় রপ্তানি করা হচ্ছে।

সর্বশেষ খবর