মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১ ০০:০০ টা

বড় বড় গর্তে বেহাল রহনপুর-কানসাট সড়ক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বড় বড় গর্তে বেহাল রহনপুর-কানসাট সড়ক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা সদর রহনপুরের সঙ্গে শিবগঞ্জ উপজেলার কানসাট যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন স্থানে খানা-খন্দের সৃষ্টি হওয়ায় চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। সড়কটির চৌডালা ইউনিয়নের মাদরাসা মোড়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সরেজমিনে দেখা গেছে, চৌডালা ইউনিয়নের আসতার রহমান সেতু পার হয়ে চৌডালা কলেজ ও মাদরাসার মধ্যবর্তীস্থানে ব্যাপক খানা-খন্দকের সৃষ্টি হওয়ায় ছোট ছোট যানবাহন ও মানুষ চলাচলে অসুবিধা সৃষ্টি হচ্ছে। এছাড়া বর্ষা মৌসুম হওয়ায় গর্তগুলোতে পানি জমে রয়েছে। এছাড়া বড় বড় যানবাহন চলাচলের কারণে পানি ও ধুলোবালি মিশিয়ে কাদার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে জানতে চাওয়া হলে চৌডালা ইউপি চেয়ারম্যান শাহ আলম বলেন, আসলেই সড়কটি চলাচলের উপযোগী নয়। বর্তমানে মানুষ ও যানবাহন চলাচলের জন্য আমরা ভরাট দিয়ে সড়কটিকে সমান্তরাল করার চেষ্টা করছি। ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। তারা সরেজমিন পরিদর্শন করে রাস্তাটি সংস্কারের ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করেছেন। এদিকে সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. রুবেল উদ্দিন জানান, সড়ক ও জনপথ বিভাগ ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত রাস্তাগুলোর তালিকা প্রস্তুত করেছে। যেহেতু বর্ষার মৌসুম তাই মেরামত কাজ একটু বিলম্ব হচ্ছে। তবে খুব দ্রুত পর্যায়ক্রমে এই জেলার সমস্ত ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত ও সংস্কার করা হবে।

সর্বশেষ খবর